https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক শামিম কবির আজ (সোমবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৪৫ সালে জন্ম নেয়া এই ক্রিকেটারের মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে।
তখনও বাংলাদেশের ক্রিকেট আইসিসির কাছে গ্রহণযোগ্যতা পায়নি। বলা হচ্ছে ১৯৭৭ সালের কথা। পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করার পর আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ক্রিকেট খেলার সামর্থ্য প্রমাণের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাব থেকে প্রতিনিধি পাঠানো হয় ইংল্যান্ড থেকে। আনঅফিসিয়াল তিন দিনের ওই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম অধিনায়কত্ব করার সুযোগ হয় শামিম কবিরের।
এর আগে ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শামিম কবিরের। দীর্ঘ সময় বিভিন্ন ক্লাবের হয়ে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাকে।
এছাড়া ১৯৮২ ও ১৯৮৬ সালে বাংলাদেশ দল যখন আইসিসি ট্রফিতে অংশ নেয় তখন বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয় তাকে।