নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সপ্তম আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল নামে।
আজ রাজধানীর বিলাসবহুল হোটেল রেডিসন ব্লু তে সম্পূর্ণ হয়েছে আসন্ন এই আসরের প্লেয়ার ড্রাফট।
প্লেয়ার ড্রাফট শেষে আসন্ন বিপিএলের জন্য কাগজে কলমে বেশ শক্তিশালী দল গঠন করেছে গত আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনা।উল্লেখ্য,বিপিএলের এই আসরে নাম পরিবর্তন করে খুলনা টাইটান্স থেকে এবার খুলনা টাইগার্স নামে এবারের বিপিএল মাতাবে দলটি।
ড্রাফটের শুরুতেই প্রথম রাউন্ডে মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে দলটি।মুশফিক বিপিএলের গত আসরে নেতৃত্ব দিয়েছিলেন চিটাগাং ভাইকিংসকে।
এ-প্লাস ক্যাটাগরিতে নাম থাকা মুশফিকের মুল্য ছিল ৫০ লক্ষ টাকা। এছাড়া খুলনা দলে ভিড়িয়েছে গত আসরে চমক দেখানো দুই ক্রিকেটার রাইলি রুশো ও রবি ফ্রাইলিংককে। বিপিএলের ৬ষ্ঠ আসরের সর্বাধিক রান সংগ্রাহক রাইলি রুশো গতবছর খেলেছিলেন রংপুরের হয়ে।এছাড়া বিপিএলের ৬ষ্ঠ আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখানো রবি ফ্রাইলিংকও থাকছেন খুলনা টাইগার্সে।এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে খুলনা দলে ভিড়িয়েছে পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির, দুই আফগান ক্রিকেটার রহমতউল্লাহ গুরবাজ ও নজিবুল্লাহ জাদরানকে।
দেশী ক্রিকেটারদের মধ্যে তরুন প্রতিভাবান ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল গড়েছে খুলনা টাইগার্স।ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত,অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ,লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, স্পিনার আলিস আল ইসলাম ও পেসার শহিদুল ইসলামের মতো তরুন প্রতিভাদের উপর ভরসা রেখেছে দলটি।এছাড়া অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম ও শামসুর রহমানকে দলে রেখেছে খুলনা টাইগার্স।
একনজরে প্লেয়ার ড্রাফট শেষে খুলনা টাইগার্স:
দেশী ক্রিকেটার: মুশফিকুর রহিম,মেহেদি হাসান মিরাজ,নাজমুল ইসলাম শান্ত,শফিউল ইসলাম,শামসুর রহমান শুভ,আলিস আল ইসলাম,আমিনুল ইসলাম বিপ্লব,সাইফ হাসান,তানভীর ইসলাম,শহিদুল ইসলাম।
বিদেশী ক্রিকেটার: রাইলি রুশো,রবি ফ্রাইলিংক,মোহাম্মদ আমির,নাজিবুল্লাহ জাদরান,রহমতউল্লাহ গুরবাজ