নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এরই মধ্যে বঙ্গবন্ধু বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত। এবারের আসরটি নিজেদের তত্বাবধানে আয়োজন করায়, প্রতিটি দলের প্রধান কোচের দায়িত্ব বিদেশী কোচদের কাছেই অর্পণ করতে চায় বিসিবি। বিসিবির এমন সিদ্ধান্তে অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এই অভিজ্ঞ কোচ ক্ষোভ প্রকাশ করার মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বেছে নেন। তিনি মনে করেন, এখানে স্থানীয় কোচদের অবিজ্ঞতা ও সামর্থ্যকে ছোট করে দেখা হচ্ছে।
তবে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কন্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তার মতে, বঙ্গবন্ধু বিপিএলে স্থানীয় কোচদেরও সুযোগ থাকছে। আর তাছাড়া প্রতিটি দলেই যে বিদেশী কোচ প্রধান কোচের ভূমিকায় থাকছে, এটা এখনো চূড়ান্ত নয়।
গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে আকরাম খান জানিয়েছেন, ‘যদিও আমি মিটিংয়ে ছিলাম না। তবে যতোদূর জানি, সব দলেই একজন বিদেশী কোচ থাকবে এটা এখনো চূড়ান্ত নয়। এমনটা কোথাও উল্লেখও নেই। স্থানীয় কোচ যারা আছে, যাদের পারফরম্যান্স ভালো তারাও এখানে সুযোগ পেতে পারে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় দেশী কোচদের কথা এখানে আসবেই।’
গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিলো যে, প্রত্যেকটি দলেরই প্রধান কোচের দায়িত্বে থাকবে বিদেশীরা।