দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহককে সম্মাননা দিলো ক্রিকম্যাক

নিউজ ডেস্ক »

ক্রিকেট জিনিসটা ভালোবাসার। ক্রিকেট জিনিসটা আবেগের। আমরা নানান ভাবে সেই আবেগ প্রকাশ করি। ক্রিকেট নিয়ে বাঙালিদের আবেগ পুরোনো নয়। তবে একটা জিনিসে ঘাটতি রয়েছে সেটি হলো আমাদের কোন ক্রিকেট স্মারক সম্বলিত মিউজিয়াম বা সংগ্রহশালা নেই। যদিওবা বর্তমানে অনেক দেশেই এবং স্টেডিয়ামে এমন কিছু দেখা যায়।

আর এই স্বপ্ন দেখেছিলেন একজন, এক স্বপ্নবাজ। যিনি চেয়েছিলেন ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে ক্রিকেট স্মারক সংগ্রহ করবেন। ছোটবেলায় ক্রিকেটার হওয়ার ইচ্ছে থাকলেও পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা অক্ষত থাকার কারণে ১৯৯৭ সাল থেকে তিনি বিভিন্নভাবে ক্রিকেট স্মারক সংগ্রহ করে যাচ্ছেন।

জী!ক্রিড়া স্মারক সংগ্রাহক জসিম উদ্দিনের কথা বলছি। দেশ বিদেশ ঘুরে বিভিন্ন ম্যাচ দেখে বিভিন্ন উপায়ে তিনি সংগ্রহ করেছেন বেশকিছু স্মারক। কিংবদন্তি খেলোয়াড়দের ব্যাট,বল,গ্লাভস,প্যাড, বিভিন্ন মুহূর্তের সাক্ষী স্ট্যাম্প,জার্সি,ক্যাপ, টিকিটে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছেন আরো অনেক কিছুই। নিজের কাছেই বানিয়ে ফেলেছেন বিশাল এক সংগ্রহশালা। আর এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

আর এই কাজের সম্মাননাস্বরূপ, গতকাল অনলাইনভিত্তিক ক্রিকেট গ্রুপ ক্রিকম্যাকের পক্ষ থেকে জনাব জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেই সাথে কিছু স্মারক নিয়ে হয় ছোটখাটো প্রদর্শনী। জসিম উদ্দিন বলেন- ‘ এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার কাজ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »