নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবাবের বিপিএল আসরের নামকরণ করেছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। ইতিমধ্যে বঙ্গবন্ধু বিপিএল লগোসহ প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গিয়েছে। সামনে শুধু উদ্বোধনী অনুষ্ঠান ও বল মাঠে গড়ানোর পালা। আগামী ৮ ডিসেম্বর বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান ও ১১ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বড় বড় তারকারা।
আগামী ৮ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ছাড়াও দেখা যাবে বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ইতিমধ্যে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
তিনি জানান যে, ‘বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের দিন দুপুরে বাংলাদেশে এসে পৌঁছবেন এ দুই বলিউড তারকা।’ দেশীয়দের মধ্যে থাকছে শিল্পী মমতাজ সহ অনেক। তবে তাদের নাচ গান দেখার জন্য টিকেট চড়া দামে বিক্রি করা হবে। জানা যায় ৩০০ টাকা থেকে টিকেটের দাম এক হাজার টাকা পর্যন্ত রাখা হবে। এ বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলই নিশ্চিত করেন।
তিনি জানান, ‘বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে টিকিটের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখতে চায় বিসিবি। যা ৩০০ থেকে এক হাজার করা হতে পারে। এই অনুষ্ঠান বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।’
বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট ৫, ৬ ও ৭ ডিসেম্বর বিক্রি করা হবে। ক্রিকেটপ্রেমীরা অনলাইন ছাড়াও মিরপুর বুথে টিকিট পাওয়া যাবে।