দেখা মিলছে না মুস্তাফিজের ইয়র্কারের: হাবিবুল বাশার

মমিনুল ইসলাম »

শুরুর মুস্তাফিজকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকদিন হলো। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর মুস্তাফিজের সাথে অনেকটা ফারাক বর্তমান মুস্তাফিজের। এবছরটা মোটেও ভালো যাচ্ছে না কাটার মাস্টারের। একটা সময় মিতব্যয়ী বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু এখন তার ইকনোমিটাই বেশি। আগের মত করে এখন আর ইয়র্কার দিতে পারছেন না বলে জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।

গতকাল ( ১১ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের সাথে খেলার সময় দাসুন শানাকার কাছে এক ওভারে চারটি ছক্কা খান৷ যেখানে একটি ছক্কা ভিআইপি গ্যালারীর ছাদ পেরিয়ে বাহিরে গিয়ে পড়ে। মুস্তাফিজের এমন মলীন পারফরম্যান্সে উদ্বিগ্ন নির্বাচক ও রংপুর রেঞ্জার্সের টেকনিক্যাল টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, ‘মুস্তাফিজ এখন আর আগের মত করে ইয়র্কার দিতে পারছে না। আগে তার বোলিংয়ে একটা দারুণ ইয়র্কার ছিলো। আগে যেমন স্লোয়ার দিতো এখনও দিতে পারে। বলের পেস ও আস্তে আস্তে বাড়ছে । এখন আগের থেকে ভালো পেসেই বল করে তবে ইয়র্কারটা হারিয়ে গেছে। আগে ১৪০ কিলোমিটারের বলও ইয়র্কার দিতো কিন্তু এখন নেই।’

মুস্তাফিজের এক ওভারে চার ছক্কা মারা দাসুন শানাকা ম্যাচ শেষ জানান, ‘মুস্তাফিজের বোলিং জেনেই সে ব্যাট করেছে। ‘ শানাকার সাথে অবশ্য দ্বিমত পোষণ করেননি হাবিবুল বাশারও। তিনি চিন্তিত হচ্ছেন যেন মুস্তাফিজে সবাই পড়ে ফেলতেছে। এটাই আমার চিন্তার জায়গা। মুস্তাফিজ কি করতে যাচ্ছে তা ব্যাটসম্যানরা বুঝতে পারছে।

পরিস্থিতি বুঝে পরিকল্পনা পরিবর্তনের বুদ্ধি দেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘আমার মনে হয় ওর নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। দ্বিতীয় পরিকল্পনাতে তার পা রাখতে হবে। নিশ্চয় কোচ তাকে এ ব্যাপারে বলবে। তবে তাকে বুঝতে হবে যে কিভাবে বোলিং করতে হবে। প্রথম ওভার খেয়াল করুন বেশ ভালো বল করেছিলো কিন্তু পরের দুই ওভারে এসে খেই হারিয়ে খেলছে। একই জায়গায় বল করেছে আর শানাকা মারতেছে। এটা বুঝতে হবে শানাকাও দারুন ব্যাটসম্যান। সে শানাকাকে ব্যতিক্রম কিছু করার চিন্তা করেনি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »