নিউজ ডেস্ক »
বর্তমানে করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন রয়েছে স্থবির। আর করোনা ভাইরাসের কারণে স্বভাবতই পুরো বিশ্বের আর্থিক অবস্থা মন্দ হতে পারে বলাই বাহুল্য। আর ক্রীড়াঙ্গনে এর প্রভাব পড়তেই পারে। কেননা বর্তমানে খেলাধুলা সবকিছুই বন্ধ। তবে ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড স্বভাবতই অনেক বিত্তশালী এক বোর্ড। এবার ভারতীয় গণমাধ্যম কয়েকটি ক্রিকেট বোর্ডের নাম প্রকাশ করেছে যারা এই করোনার সময় দেউলিয়া হতে তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) এর নাম।
ভারতের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় এক গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ” করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকার কারণে শীর্ষস্থানীয় যে কয়েকটি সংস্থা রয়েছে তাদের মধ্যে রাজস্ব হারিয়ে আর্থিক সঙ্কট শুরু হতে পারে। যারা এই সমস্যায় পড়তে পারে তারা হলো: শ্রীলঙ্কা, ওয়েষ্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তানের মত টেষ্ট খেলুড়ে দেশ ও সহযোগী দেশগুলো ইতিমধ্যেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে।
তবে প্রশ্ন আসতেই পারে বিসিবিকে কেন এই তালিকায় রাখা হয়েছে। মূলত বিসিবির দেউলিয়া হবার শঙ্কা প্রকাশ করা হয়েছে টেলিভিশন সম্প্রচার স্বত্ব ও জার্সির স্পন্সরের কারণে। কেননা ইউনিলিভারের সাথে চুক্তি শেষ হবার পর বিসিবির নেই কোনো স্থায়ী স্পন্সর। টেলিভিশনের যে স্বত্ব রয়েছে গাজী টিভির সাথে তাও শেষ হয়ে যাবে এই এপ্রিলের শেষ দিকে। আর বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে পুরো বিশ্ব জুড়ে তাতে করে বর্তমানে নতুন স্পন্সর ও ব্রডকাস্ট স্পন্সর পাওয়া সহজ হবে না। আরো উল্লেখ্যযোগ্য একটি বিষয় হচ্ছে যে, কিছুদিন আগেও বিসিবি কে স্পন্সরের জন্য প্রচুর ঘুরতে হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) এর মতো একই সমস্যায় পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা, ওয়েষ্ট ইন্ডিজ ও পাকিস্তানেরও। আর দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ভারতের সাথে সিরিজ আয়োজন করতে না পারলে যে বড় ধরনের লোকসানে পড়বে তার বলাই বাহুল্য।
একে একে যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হচ্ছে তাতে সব স্বাগতিক বোর্ডগুলো ক্ষতির দিকেই ধাবিত হচ্ছে। আর যারা সম্প্রচার ও পৃষ্ঠপোষক এর সুবিধা পাচ্ছে না তাদের দেউলিয়া হবার সম্ভাবনা অনেক বেশি। ভারতীয় গণমাধ্যমে যে বিসিবির কথা বলা হয়েছে তাতে করে তারা বিভিন্ন সূত্রের সাথে কথা বলেই এই তালিকায় বিসিবি কে রেখেছে।
এই করোনা ভাইরাসের কারণে যদি দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে তবে তাতে করে হয়তো ভারত, ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ব্যতীত বাকি সব বোর্ড চরম আর্থিক সঙ্কটে পড়বে।
নিউজ ক্রিকেট/ জিএনএইচএস