দূরদৃষ্টি বাড়ুক বিকেএসপির শিক্ষার্থীদেরঃ মুশফিকুর রহিম

নিউজ ডেস্ক »

বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ রয়েছে। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে (বিকেএসপি)। প্রতিষ্ঠানটির সাবেক দুই কৃতি শিক্ষার্থী সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম লাইভে এসে কথা বলেছেন কীভাবে বিকেএসপির মান আরও ভালো করা যায় সেই ব্যাপারে।

সাকিব ও মুশফিকদের সঙ্গে অনলাইন সভা আলোচনায় আরো ছিলেন বিকেএসপির কোচ ও নীতিনির্ধারকরা। উক্ত আলোচনায় ক্রিকেটারদের দূরদৃষ্টি কিংবা লক্ষ্যে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে বিকেএসপির কোচদের আরো বেশি কাজ করতে বলেছেন মুশফিক।

এ বিষয়ে মুশফিক বলেন, ‘এটা আমাদের খেয়াল রাখতে হবে যেনো সবার দূরদৃষ্টি সবসময় উপরের দিকেই থাকে। একটা ক্রিকেটার এখান থেকে জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে যেনো নিজের সর্বোচ্চ টা দিয়ে দেশকে ১০-১৫ বছর সার্ভিস দিতে পারে। আমি যখন এখানে ভর্তি হয়েছিলাম, তখন স্যারদের একটা লক্ষ্য ছিল যে, আমার ব্যাচ থেকে আমি কয়টা ছাত্র জাতীয় দলে দিতে পারবো। প্রতিযোগিতায় অংশ নেওয়াই সবকিছু না কেউ যদি দলে গিয়ে দাপট দেখিয়ে খেলতে পারে, সেটা তাঁর জন্য গুরুত্বপূর্ণ বিষয়।’

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »