দুর্দান্ত সাকিবে রেকর্ড গড়েই জয়ের দেখা পেল বাংলাদশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৩তম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল।

জিততে হলে গড়তে রেকর্ড। এমন সমীকরণ নিয়ে ব্যাট করতে মাঠে নামে বাংলাদেশ। ক্যরিবিয়ানদের দেয়া রান পাহাড় টপকাতে ইনিংস উদ্বোধন করতে নামেন সৌম্য সরকার এবং তামিম ইকবাল। শুরুতেই দলকে উড়ন্ত সূচনা এনে দিয়ে ওপেনিং জুটিতে আসে ৫২ রান। ওপেনিং জুটি ভাঙে সৌম্য সরকার ব্যক্তিগত ২৯ রানে সৌম্য ফিরে গেলে। দ্বিতীয় উইকেট জুটিতে তামি ইকবাল ও সাকিব আল হাসান মিলে যোগ করেন ৬৯ রান। শেলডন কটরেলের দুর্দান্ত ফিল্ডিংয়ে তামিম ইকবাল ফিফটি থেকে ২ রান আগে ৪৮ রানে ফিরে গেলে সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম। তবে এরপরের গল্পটা কেবলই সাকিবময়। লিটনকে সাথে নিয়ে বহু রেকর্ডের জন্ম দিয়ে এদিন সাকিব খেলেন ১২৪ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস। সাথে যোগ্য সঙ্গ থাকা লিটন কুমার দাসের ব্যাট থেকেও আসে সেঞ্চুরি থেকে ৬ রান কম অর্থাৎ ৯৪ রানের অপরাজিত দৃষ্টিনন্দন ইনিংস। ফলে বাংলাদেশ দল চলমান বিশ্বকাপে  দ্বিতীয় জয়ের দেখা পায় ৭ উইকেটে।

উল্লেখ্য এর আগে বাংলাদেশ দল বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ রান তাড়া করে ২০১৫ বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে।

টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবিয়ান শিবিরে শুরুতেই আঘাত হানেন সাইফউদ্দিন। ১৩ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই ক্রিস গেইলকে ফিরিয়ে দেন সাইফউদ্দিন। দ্বিতীয় উইকেট জুটিতে এভিন লুইস এবং শাই হোপ মিলে গড়েন ১১৬ রানের জুটি। ৬৭ বলে ৭০ রান করা লুইসকে ফিরিয়ে দিয়ে এই জুটি বিচ্ছিন্ন করেন সাকিব। নিকোলাস পুরানের ২৫ রানের পর ক্রিজে এসে ঝড় তোলেন শিমরন হেটমেয়ার। মাত্র ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে মুস্তাফিজুর রহমানে বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হেটমেয়ার। অন্যদিকে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ১৫ বলে ৩৩ রানের ক্যামিও খেলার পর ১২১ বলে সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থেকে মুস্তাফিজের তৃতীয় শিকার হয়ে ফিরে যান হোপও। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রানের বড় সংগ্রহ পায় উইন্ডিজ।

বল হাতে বাংলাদেশের হয়ে ৫৯ রানের বিনিময়ে ৩টি, ৫৪ রানে সাকিব ২টি এবং সাইফউদ্দিন নেন ৩টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »