অজিদের বিপক্ষে সিরিজ জয় ভারতের

সাজিদা জেসমিন »

ভারত সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিলো অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচে অবশ্য ভারত ঘুরে দাঁড়ায়। আজ ৩য় এবং শেষ ম্যাচে দু’দলেরি ছিলো সিরিজ নির্ধারণী ম্যাচ। কিন্তু শেষ রক্ষা হলোনা অস্ট্রেলিয়ার।

টস জিতে ব্যাটিং এ-র সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। কিন্তু ওপেনিং জুটির নড়বড়ে অবস্থাই যেন কাল হয়ে দাঁড়ালো৷ যদিও বা স্মিথ-ল্যাবুশ্যেন জুটিতে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিলো অস্ট্রেলিয়া। স্মিথের নবম ওয়ানডে শতকোটি আসে আজকের ম্যাচে। সেই সাথে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

কিন্তু রেকর্ড গড়ার দিনটাও যেন ম্লান হয়ে গেলো। শত চেষ্টা করেও পারলেন নাহ। আর কিছু রান হয়তো বেশি হতে পারতো যদি ওপেনার জুটি ভালো একটা শুরু এনে দিতেন৷ যে কারণে পরাজয় বরণ করতে হলো ভারতের বোলিং তান্ডবের কাছে। শামী-জাদেজা ঝড়ে মূলত ছিন্নভিন্ন হলো ম্যাচ।

অজিদের দেওয়া ২৮৭রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর দিকে ওপেনার রাহুলকে হারায় ভারত৷ এরপর রোহুত-কোহলি জুটির তান্ডব শুরু। ২জনে মিলে পরাস্ত করলেন অজি বোলারদের। ১৩৭রানের পার্টনারশিপের মাধ্যমে দলকে জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে নেন। রোহিতের ব্যাটে শতক আসে। এরপর রেহিত-কোহলি আউট হলেও ম্যাচ থেকে ততক্ষণে ছিটকে পড়েছিলো অস্ট্রেলিয়া।

আইয়ার-পান্ডে জুটি শেষ পর্যন্ত ক্রিজ আগলে রেখে ৭ উইকেটে জয় তুলে নেন। ৩ ম্যাচ সিরিজে ২-১ এ জয় পায় ভারত।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

অস্ট্রেলিয়া : ২৮৬/৯ ( ৫০ ওভার)

স্মিথ ১৩১, ল্যাবুশ্যেন ৫৪, ক্যারি ৩৫
শামী ৪/৬৩, জাদেজা ২/৪৪

ভারত : ২৮৯/৩ ( ৪৭.৩ ওভার)

রোহিত ১১৯, কোহলি ৮৯, আইয়ের ৪৪

এ্যাস্টন ১/৩৮, জাম্পা ১/৪৪

ফলাফল :ভারত ২-১ সিরিজ জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »