নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে পাকিস্তানের দেওয়া ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ নারী দল। এরই সাথে পাকিস্তান সিরিজের ১ম ম্যাচ জয় রোমানাদের৷ দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ নিজেদের আয়ত্ত্বে নিয়ে আসে বাংলার বাঘিনীরা।
শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নাহিদা এবং জাবেরিয়া খান। শুরুতেই জাহানারার এট্যাকিং বোলিং এ ৪ বল ডট খাওয়ার পর আসে ৫ রান। দ্বিতীয় ওভারেও পান্নার এট্যাকিং বোলিং। বাংলাদেশের বোলিং এট্যাকে তখন তেমন একটা সুবিধা করতে পারছিলোনা পাকিস্তান। ১০ ওভারে যখ পাকিস্তানের সংগ্রহ ৫৮ রান, তখন রোমানার বলে ক্যাচ তুলে দেন জাবেরিয়া খান। এরপর বিসমাহ মারুফ আর নাহিদা খান পার্টনারশীপে সেট হতে থাকেন। ২২তম ওভারে বল হাতে পেয়েই আবার রোমানার এট্যাক। রোমানার বলে নাহিদা খান(৬৩) ফেরেন জাহানারা হাতে ক্যাচ তুলে দিয়ে। পাকিস্তানের সংগ্রহ তখন ১০৫রান। ২৪ তম ওভারে আবারো রোমানা এট্যাকের শিকার হন উমাইমা। পাকিস্তান এবার কিছুটা চাপ অনুভব করতে শুরু করে। এরপর আবার বিসমাহ ও আলিয়া উইকেটে সেট হতে থাকে। ৩৪ তম ওভারে সালমা’র বলে বিসমাহ(৩৪) ক্যাচ তুলে দেন শারমিনের হাতে। এরপর ৩৬তম ওভারে ইরাম প্যাভিলিয়নের পথ ধরেন সালমা’র এট্যাকে। এরপর সানা-আলিয়া জুটি উইকেটে সেট হওয়ার চেষ্টা করে। ৪৩তম ওভারে দলীয় রান আউটে সানা ফিরে যান। পাকিস্তানের তখন সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৮২ রান। ৪৫ তম ওভারে আলিয়া আউট হলে ডায়না ক্রিজে নামেন। এবং পরবর্তী ওভারে ডায়না ফিরে যান কান্নার এট্যাকে। ৪৮তম ওভারে নাসরা প্যাভিলিয়নে ফেরার পর পাকিস্তান আর বেশিক্ষণ টিকতে পারেনি৷ একি ওভারে আরোব শাহের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ২০৯ রানে অলআউট করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ২৯রান সংগ্রহে ১ উইকেট নাই হয়ে যায় বাংলাদেশের। পরবর্তী ওভারে সানার বলে ফিরে যান নিগার সুলতানা। এরপর মুর্শিদা খাতুন এবং ফারজানা উইকেটে সেট হতে থাকেন। ২৫ তম ওভারে বিসমাহ’র বলে মুর্শিদা আউট হন। তখন বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১১ রান। এরপর আবার রোমানা-ফারজানা জুটি সেট হতে শুরু করলে ৩৮ তম ওভারে রোমানা (৩১) আউট হন। এরপর ক্রিজে আসেন সানজিদা। সানজিদা-ফারজানা জুটির ভাঙন ধরে ৪২ তম ওভারে ফারজানার (৬৭) আউটের পর। ৪৬ ওভারের মধ্যে বাংলাদেশের আরো ৩ উইকেট নাই হয়ে যায়। ৪৮ তম ওভারে পান্না ঘোষ আউট হলে নাহিদা ক্রিজে আসেন। এরপর ১ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান নারী দলঃ ২১০ – অল আউট (৪৮.৪)
নাহিদা ৬৩, আলিয়া ৩৬, বিসমাহ ৩৪।
রোমানা ৩-৩৫, সালমা ২- ৩৬, পান্না ১-৪৫
বাংলাদেশ নারী দলঃ ফারজানা ৬৭, মুর্শিদা ৪৪, রোমানা ৩১,
বিসমাহ ২-২১,আরোব ২-৩৬,
ফলাফলঃ বাংলাদেশ ১ উইকেটে জয়ী।