সাজিদা জেসমিন »
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকে ১উইকেট নাই হয়ে যায় রংপুর রেঞ্জার্সের৷ এরপর ক্যামেরন-নাঈম জুটির পার্টনারশিপে রংপুর এগিয়ে যায় টার্গেটের দিকে। সংগ্রহের অনেকটা কাছাকাছি গিয়ে ১৩তম ওভারে ডেলপোর্ট আউট হলে জুটি ভেঙে যায়। ১৫ওভারের মাঝে রংপুরের শিবিরে আবারো উইকেট ধ্বস। ৩উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ তখন ১১৩রান। এরপর নাঈম-নবী জুটি ইনিংস শেষ করেন। ২ওভার হাতে রেখেই ৭ উইকেটে জয়লাভ করে রংপুর রেঞ্জার্স।
এ-র আগে টসে জিতে বোলিং নেয় রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। ব্যাট করতে নেমে শুরুতেই সিলেট শিবিরে উইকেট পতন। এরপর মিঠুন-চার্লস জুটি গড়ার বৃথা চেষ্টা করেন। চতুর্থ ওভারে চার্লস ফিরলে ম্যাচের হাল ধরেন সিলেট দলপতি মোসাদ্দেক। ম্যাচের মধ্যভাগ পর্যন্ত ক্রিজ আগলে রাখেন মোসাদ্দেক -মিঠুন জুটি৷ ১২তম ওভারে জুটি ভঙ্গ হলে আর কেউ তেমন একটা ক্রিজে টিকতে পারেন নি। ৯উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে থামে সিলেট।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
সিলেট থান্ডার : ১৩৩/৯ (২০ ওভার)
মিঠুন ৬২,রাদারফোর্ড ১৬
মুস্তাফিজ ৩/১০,গ্রেগোরি ১/২১
রংপুর রেঞ্জার্স : ১৩৪/৩(১৭.২ ওভার)
ডেলপোর্ট ৬৩, নাঈম ৩৮
নাভীন ২/১৩, এবাদত ১/১২
ফলাফল : রংপুর রেঞ্জার্স ৭উইকেটে জয়ী।