নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড স্টেডিয়ামে অস্ট্রেলিয়া – শ্রীলঙ্কা টি – টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৩ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।
শুরুতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এরপর ব্যাট হাতে অস্ট্রেলিয়ার জলন্ত পারফরম্যান্সের শুরু৷ শুরুতে ফিঞ্চ – ওয়ার্নার জুটির দুর্দান্ত পারফর্মেন্সে অস্ট্রেলিয়া এগিয়ে যায়। এরপর লাকসানের বলে ফিঞ্চ সাজঘরে ফিরে এলে ম্যাক্সওয়েল-ওয়ার্নার জুটি টার্গেটে ২০০ এ-র ঘরে নিয়ে যান৷ ওয়ার্নারের ব্যাট হেসেছিলো পুরোটা সময়ে। ব্যাট হাতে তুলে নেন ১ম টি-২০ সেঞ্চুরি। শেষ ওভারে ম্যাক্সওয়েল সাজঘরে ফিরলে ওয়ার্নারের অপরাজিত ১০০রান সহ অস্ট্রেলিয়ার ইনিংস ২৩৩ রানে গিয়ে থামে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বোলিং পরাশক্তির কাছে গুটিয়ে যায়৷ ৩ওভারে ৩টা উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে। এরপর কারো ব্যাট হারেনি তেমন একটা। শ্রীলঙ্কার ইনিংস ৯ উইকেট হারিয়ে ৯৯ রানে গিয়ে থামে। অস্ট্রেলিয়া জয়ী হয় ১৩৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া :
ফিঞ্চ ৬৪, ওয়ার্নার ১০০*, ম্যাক্সওয়েল ৬২, এস্টন ১*
*সানাকা ১/১০, লাকসান ১/৪১
শ্রীলঙ্কা : ৯৯/৯, ২০ ওভার।
ধানুস্কা ১১, মেন্ডিস ০ , রাজাপাকসা ২, পেরেরা ১৬, ফারনান্দো ১৩, সানাকা ১৭, ওয়ানিন্দু ৫ , লাকসান ৬, মালিঙ্গা ১৩, প্রদীপ ০, রাজিতা ৮।
*জাম্পা ৩/১৪, স্টার্ক ২/১৮, ক্যামিন্স ২/২৭
প্লেয়ার অব দ্য ম্যাচ : ডেভিড ওয়ার্নার।
ফলাফল : অস্ট্রেলিয়া ১৩৪ রানে জয়ী।