সাজিদা জেসমিন »
বাংলাদেশ -পাকিস্তান সিরিজ নিশ্চিত হলো অনেক জল্পনা-কল্পনার পর। আদৌ সিরিজ হবে কিনা এটাই যখন প্রশ্ন হয়ে উঠেছিল তখন বিসিবি -পিসিবির বৈঠকে সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ-র আগে পাকিস্তান তাদের হোম ভেন্যুতে সিরিজের আমন্ত্রণ জানালে বিসিবি থেকে পূর্ণ সিরিজ খেলা আর দীর্ঘদিন পাকিস্তান অবস্থানের ব্যাপারে অনীহা ছিলো।
এরপর পিসিবি থেকে বার বার পাল্টা অনুরোধ এবং বিসিবির কয়েক দফা সিদ্ধান্ত। সব মিলিয়ে কেমন জানি সিরিজের অনিশ্চয়তার দিকেই নির্দেশ করছিলো। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়গণসহ আমন্ত্রণ জানান বিসিবিকে মতো পাল্টানোর জন্য। মিডিয়ায় এ নিয়ে চলছিলো তুমুল আলোচনা। অবশেষে সবকিছুর অবসান ঘটে বৈঠকে।
বোমা হামলার পর থেকে পাকিস্তানের সব হোম সিরিজ হতো আরব আমিরাতে। পাকিস্তান মোটামুটি অনেক দলকেই সেখানে আমন্ত্রণ জানিয়েছে। কেবলমাত্র বাংলাদেশ দল ব্যতীত। সব দলকে আমন্ত্রণ জানালেও বাংলাদেশের ক্ষেত্রে অযুহাত দেখায়, বাংলাদেশের ম্যাচে দর্শকশূন্য গ্যালারি থাকবে এবং এতে ক্ষতিগ্রস্থ হবে পিসিবি। অথচ নিয়মিত নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ খেলেছে শূন্য গ্যালারীতেই।
২০১৭ সালের দিকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর কথা থাকলেও তৎকালীন পিসিবি প্রধান শাহরিয়ার খান তা নাকচ করেন। তিনি বলেন – ‘ বাংলাদেশকে এখানে আমন্ত্রণ জানানো হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পিসিবি। তাই আমরা অন্য ভেন্যুর কথা ভাবছি।’
অথচ বাংলাদেশ বড় একটি অংশ আরব আমিরাতে রয়েছে। এবং এশিয়া কাপেও গ্যালারি ছিলো পরিপূর্ণ। সময়ের সাথে পিসিবি বাংলাদেশকে হোম ভেন্যুতে আমন্ত্রণ জানালেও সমর্থকদের মনে প্রশ্ন থেকেই যায়, তবে কি এ-ই সিরিজ শুধুমাত্র বড় দলগুলোর সামনে নিজেদের নিরাপদ প্রমাণের জন্যই।