মমিনুল ইসলাম »
গতকাল ( ১১ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বঙ্গবন্ধু বিপিএলের ব্যাটে বলের লড়াই। এছাড়াও গতকাল রাতে অনুষ্ঠিত রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের মাঝে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু বিপিএলের ব্যাটে বলের লড়াই ইতিমধ্যে শুরু হলে এখনো দলগুলোর বিদেশি খেলোয়াড়রা সবাই এসে পৌঁছায়নি। আজ দুপুর নাগাদ ঢাকায় পা রাখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুই ক্রিকেটার। জানা গেছে আজ রাতে খুলবা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবেন তারা।
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল মাঠে নামার পর আজ রাতেও আবারও রয়েছে তাদের খেলা। আজ রাতে খুলনা টাইগার্সের সাথে মাঠে নামার আগে দুপুরে চট্টগ্রাম দলের সাথে যোগ দেয় দুই ক্যারিবিয়ান তারকা লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস। জাতীয় দলের খেলা থাকার কারনে প্রথম ম্যাচের আগে দলোর সাথে যোগ দিতে পারেননি এই দুই ক্যারিবিয়ান।
গতকাল ( ১১ ডিসেম্বর) ভারতের সাথে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে এবার বিপিএলে যোগ দিতে আজ দুপুরে সরাসরি মুম্বাই থেকে ঢাকায় আসেন তারা। জানা গেছে আজ রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠপ নামবেন তারা। গত ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিদেশি কোটায় খেলেন রায়ান বার্ল, রায়াদ এমরিদ, চ্যাডউইক ওয়ালটন ও অভিস্কা ফার্নান্দো।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের খেলার সুযোগ পান সিমন্স। তবে তিন ম্যাচের মাঝে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কেবল মাত্র একটি ম্যাচে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ ছক্কা ও ৪ চারের সাহায্যে ৪৫ বলে ৬৩ রানে ইনিংসে জয় পান ক্যারিবিয়রা। আর বাকি দুই ম্যাচে করেন ৪ বলে ২ ও ১১ বলে ৭ রান।
আর এদিকে কেসরিক উইলিয়ামস ছিলেন প্রায়ই নিষ্প্রভ। তিন ম্যাচ খেলে মোটে নিয়েছেন ৩ উইকেট। যেখানে প্রথম ম্যাচে ৪ ওভারে ৬০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে অবশ্য বেশ ভালো বল করেন। দ্বিতীয় ম্যাচে ৩০ রানে নেন দুটি উইকেট। আর তৃতীয় ও শেষ ম্যাচে ৩৭ রানে নেন এক উইকেট।