দুটি শর্তে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি মুমিনুল-তামিমরা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে দেশের ক্রিকেট অনেকদিন ধরে বন্ধ। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ আছে সব। জুলাই মাসের শ্রীলঙ্কা সফর এখনো স্থগিত হয়নি। শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি ভালো ও নিয়ন্ত্রণে থাকার কারণে তারা চাচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই সিরিজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এইদিকে ক্রিকেটাররা জানিয়েছেন তাদের দুটি শর্ত মানা হলে তারা এই সফর করতে রাজি আছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াবের) এক মিটিংয়ে খেলোয়াড়রা শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলেন, জুড়ে দেন দুটি শর্ত। সে দুই শর্ত হলো স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

দেশের এক গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেন, ‘ক্রিকেটাররা এই সফর নিয়ে উদ্বিগ্ন। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলে তারা সফর করবেন।’

এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। তাদের মধ্য ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, ইমরুল কায়েস সহ আরো অনেকেই। আরো উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন।

নিউজক্রিকেট/ রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »