দুই হাজার রানের দরজায় কড়া নাড়ছে তামিম!

সানিউজ্জামান সরল »

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানের নাম তামিম ইকবাল। দেশসেরা এ ব্যাটসম্যান বিপিএলেও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আর মাত্র ৬৫ রান করলেই দেশের সেরা ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলের ১ম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম। যা হবে তার ক্যারিয়ারের এক অনন্য অর্জন।

কুঁচকির চোট ও অপ্রত্যাশিত জ্বরের কারণে শেষ ম্যাচে মাঠে নামতে পারেন নি তামিম। ফলে শেষ ম্যাচে তামিমের অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে আসরের অন্যতম সেরা দল ঢাকা প্লাটুন। চোট ও জ্বরের বাঁধা কাটিয়ে আজকের ম্যাচে মাঠে নামছেন তামিম। এতে স্বস্তির নিঃশ্বাস প্লাটুন শিবিরে।

বিপিএলে এখন পর্যন্ত মাত্র ৬০ ম্যাচ খেলে তামিমের ঝুলিতে ৩৫+ এভারেজে ১৯৩৫* রান। আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নেমে ২ হাজার রানের এ মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে তার। এ ম্যাচে ৬৫ রান করলেই ২ হাজার রানের এই রেকর্ড গড়বেন তিনি। ফলে বলাই যাচ্ছে, এ ম্যাচে রান করতে মুখিয়ে থাকবেন তামিম।

এমনকি বিপিএল ইতিহাসে ব্যাটিং রেকর্ডের সবই যেনো এক তামিম ইকবালেরই! নিম্নে কিছু রেকর্ড তুলে ধরা হলোঃ

দ্বিতীয় সেরা রান সংগ্রাহক- ১৯৩৫* রান।
সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক- ১৮* টি।
সবচেয়ে বেশি চারের মালিক- ২০২* টি।
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে দ্বিতীয় স্থানে- ১৪১* রান
দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক- ৬৪* টি।

বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং আর তামিম যেনো একই সূত্রে গাঁথা। ব্যাটিংয়ে যতো বড় বড় রেকর্ড আছে সবই যেনো এক তামিমের ঝুলিতেই। আর বিপিএলেও এর ব্যাতিক্রম নয়। দেশ সেরা এ ব্যাটসম্যান যেনো সব জায়গাতেই নিজেকে সেরা প্রমাণ করছেন বারংবার।

গত আসরের ফাইনালে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে কুমিল্লাকে শিরোপা জেতার স্বাদ দিয়েছিলেন তিনি। বিপিএলের ৬ষ্ঠ আসর অর্থাৎ গত বিপিএলের আগ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবালের দুইটি সেঞ্চুরি ছিলো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। অথচ বিপিএলে একটা সেঞ্চুরি ছিল না তামিমের। তবে বাঁহাতি এই ওপেনার বিপিএলে সেঞ্চুরি করতে বেছে নিলেন ফাইনালের মতো বড় মঞ্চ। খেললেন ৬১ বলে ১৪১* রানের ঝকঝকে ইনিংস। ধ্রুপদি এই ইনিংসের পথে অনেকগুলো রেকর্ডেরও মালিক হন তামিম।

তারমধ্যে বিশেষ কিছু রেকর্ড হলোঃ

• টি-টোয়েন্টির কোনো ফাইনালে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি করেছিলেন।

• সে ম্যাচে তামিমের স্ট্রাইকরেট ছিল ২৩১। যা ফাইনালে ৫০-এর ওপরে রান করেছেন এমন সব ব্যাটসম্যানদের মধ্যে সেরা।

• অপরাজিত ১৪১ রান তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চও। তামিম ভেঙেছেন নিজেরই রেকর্ড। এর আগে ২০১৩-১৪ মৌসুমে স্বীকৃত টি টোয়েন্টিতে বিসিবি-মোহামেডান ম্যাচে ১৩০ রান করেছিলেন তিনি।

• বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল এটি। এর আগে বিপিএলের ৫ম আসরে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

• তামিমের ইনিংসে ছক্কা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই অঙ্কের ছক্কা পেয়েছিলেন তামিম। ছয়ের সংখ্যা ছিলো এগারোটি।

এমন আরো অনেক রেকর্ড বা পরিসংখ্যান তামিমকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। নিজের ব্যাটিং গুনে হয়েছেন দেশ সেরা ব্যাটসম্যান। এমনকি শুধু দেশের গণ্ডিতেই থেমে থাকেন নি তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের সব বাঘা বাঘা ওপেনারদের আরেক নামও এখন বাংলাদেশ ক্রিকেটের তামিম ইকবাল খান। তামিম ইকবাল তার ব্যাটিং দক্ষতায় আরো অনেক এগিয়ে যাক, এটাই চাওয়া ভক্ত-সমর্থকদের।

উল্লেখ্য, দিনের ১ম ম্যাচে বেলা ১ টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা রেঞ্জার্স। ৪ ম্যাচ খেলে ২ জয়ে পয়েন্টস টেবিলের ৫ নম্বরে রয়েছে তামিম-মাশরাফিদের ঢাকা প্লাটুন। বিপরীতে সমান জয়ে ২ জয় নিয়ে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্টস টেবিলের ৪ নম্বরে রয়েছে সাব্বির-সৌম্যদের কুমিল্লা রেঞ্জার্স। বলাই যাচ্ছে, দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে এটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »