নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের ৩য় দিন সমাপ্ত হলো আজ। প্রথম ইনিংসে কিউইদের করা ৩৩৫ রানের ব্যাট করতে নেমে ৩য় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৫ উইকেটে ২৬৯ রান। ইংলিশ দুই ব্যাটসম্যান রুট ও বার্নস পেয়েছেন শতকের দেখা। তবুও ১০৬ রানে পিছিয়ে আছে তারা।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৩৫ রানের মোকাবেলা করতে নেমে ২য় দিন শেষে ৩৯ রানেই দুই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। তারপর থেকে দেখেশুনে খেলা শুরু করে ইংলিশ দুই ব্যাটসম্যান রুট ও বার্নস। দু’জনই তুলে নেন সেঞ্চুরি।
বার্নস শতক হাঁকানোর পরপরই আউট হয়ে ফিরে যান। ব্যাক্তিগত ১০১ রান করে এবং রুটের সাথে ১৭৭ রানের জুটির পতন ঘটিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন বার্নস। বার্নস ফিরে যাওয়ার পরই সেঞ্চুরি তুলে নেন রুট। ৩য় দিন শেষে রুট অপরাজিতও থেকেছেন। তবে রুটকে স্টোক থেকে শুরু করে ক্রাউলি কেউই সঙ্গ দিতে পারেন নি।
১১৪* রানে অপরাজিত থেকে ৩য় দিন শেষ করেছেন রুট। ৪র্থ দিনে রুটের সঙ্গে ক্রিজে নামবেন ৪* রানে অপরাজিত থাকা পোপ। কিউইদের হয়ে সাউদি তুলে নিয়েছেন ২টি এবং ওয়াগনার ও হেনরি তুলে নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ-
নিউজিল্যান্ড ১ম ইনিংসঃ ৩৭৫/১০ (১২৯.১ ওভার)
(লাথাম ১০৫, মিচেল ৭৩; ব্রড ৪/৭৩)
ইংল্যান্ড ১ম ইনিংসঃ ২৬৯/৫ (৯৯.৪ ওভার)
(রুট ১১৪*, বার্নস ১০১; সাউদি ২/৬৩)