দুই বছর পূর্তি উপলক্ষে “নিউজ ক্রিকেট টুয়েন্টিফোর”-কে “আমির বাবুর” শুভেচ্ছা বার্তা

মারুফ ইসলাম ইফতি »

“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।

দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছে। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে।

নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক জনাব মোহাম্মদ আমিরুজ্জামান আমির বাবু।দুই বছর পূর্তিতে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে শুভেচ্ছা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার।

শুভেচ্ছা বার্তায় আমির বাবু বলেন, নিউজক্রিকেট টুয়েন্টিফোর পোর্টালটির শুরুর লগ্ন থেকে আমি পরিবারটির সাথে আছি।এটি আমারও একটি পরিবারের মতো।যে লক্ষ্য ও উদ্দেশ্যে এই সংবাদমাধ্যমটি তাদের পথচলা শুরু করেছিল, বিগত দুই বছরে তারা খুব ভালভাবে সেই লক্ষ্য গুলো পূরন করেছে।ক্রিকেটের গুরুত্বপূর্ণ খবর গুলো খুব দ্রুততম সময়ের মধ্যে পাঠকদের হাতে পোঁছে দিতে নিউজক্রিকেট টুয়েন্টিফোর যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার জন্য এই পরিবারের সবার ধন্যবাদ প্রাপ্য। আমি চাই এইভাবে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকুক নিউজক্রিকেট টুয়েন্টিফোর।আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা এবং সমর্থন অব্যাহত থাকবে পরিবারটির জন্য।আশা করি সামনে আরো বহুদূর এগিয়ে যাবে পোর্টালটি, এবং পাঠকদের ভরসার প্রতিক হয়ে উঠবে একদিন।

উল্লেখ্য, জনাব আমির বাবু ঢাকা নাভানা প্রথম বিভাগ ক্রিকেট লীগে ১৯৮৫ তে ২৭ টি, ১৯৮৬ তে ২৪ টি, তিনি আজাদ বয়েজ ক্লাবের হয়ে মিলনার্স প্রথম বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলার গৌরব অর্জন করেন। তিনি ঐ বছর লীগের ৭ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ (১৯টি) উইকেট নেবার সম্মান অর্জন করেন।১৯৮৭ সালের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি তে অপরাজিত চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের পক্ষে খেলার গৌরব অর্জন করেন।১৯৮৫ সালে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের বি গ্রেড আম্পায়ার হবার সম্মান লাভ করেন।১৯৮৫ সালে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য পদ লাভ করেন।তিনি ১৯৮৮ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম এশিয়া কাপ ক্রিকেটে ৩০ জনের বাছাই ক্যাম্পে ফাষ্ট বোলার হিসেবে ডাক পেয়েছিলেন।১৯৯৫ সাল হতে বর্তমান সময় পর্যন্ত বিসিবি টুর্ণামেন্ট কমিটির ম্যাচ ম্যানেজার, কো অর্ডিনেটর ও ম্যাচ রেফারির কাজ করে যাচ্ছেন। ১৯৮৯ সাল হতে মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। ১৯৯১ সাল হতে ২০০৭ পর্যন্ত ১৭ বছর মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ট্রেজারের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সাল হতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ১৯৮৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়েও নিরলস ভাবে ক্রিকেটের জন্য কাজ করে যাবার সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা তার সুস্থতা ও সফল জীবন কামনা করছি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »