নিউজ ডেস্ক »
“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।
দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘ সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে। ‘
এবার নিউজ ক্রিকেট ২৪’কে নিয়ে আশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুনতাসীর রহমান। গতকাল দুপুরে সাবেক এই ক্রিকেটার ও বঙ্গবন্ধু বিপিএলের অন্যতম সেরা দল চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসীর নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে শুভেচ্ছা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
ফাহিম মুনতাসীর রহমান বলেন, ‘নিউজ ক্রিকেটের দুই বছর পূর্তি উপলক্ষে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ২০১৮ সালে নিউজ ক্রিকেট ২৪ ডট কমের যাত্রা শুরু হয়। একদম শুরু থেকেই নিউজ ক্রিকেট দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি আগেও ছিলাম এবং ভবিষ্যতেও নিউজ ক্রিকেটের সাথে থাকবো। আমি শুভ কামনা জানাচ্ছি নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে আগামী দিনগুলোর জন্য। ’
ক্রিকেটার ফাহিম মুনতাসীর রহমান বাংলাদেশের হয়ে ৩ টি ওয়ানডে ও ৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩ টেস্টে ব্যাট হাতে ৫২ রানের পাশাপাশি বল হাতে ৫ টি উইকেট আছে তার। এছাড়া ৩ টি ওয়ানডে ম্যাচ খেলে কোন উইকেট না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ছিলেন দুর্দান্ত। ৩৭ ম্যাচে ১২৩৮ রানের পাশাপাশি ১০৭ টি উইকেট আছে তার।