দুই বছর পূর্তিতে নিউজ ক্রিকেটকে শুভেচ্ছা মুশফিকুর রহিমের

নিউজ ডেস্ক »

‘ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা’ এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।

দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর। আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে।’

মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের ভরসার প্রতীক। মুশফিকুর রহিম দলের প্রয়োজনে সবসময়ই ধরেন হাল। তাঁর ব্যাট হাসলে হাসে গোটা দেশের মানুষ। বাংলাদেশের দলের বিপর্যয়ের কান্ডারী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এবার নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম। দিন কয়েক আগে নিউজ ক্রিকেটকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

মুশফিকুর রহিম বলেন, ‘নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নিউজ ক্রিকেট ২৪ ডট কম দেশের মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে। আমি আশা করি সামনের দিনগুলোতেও নিউজ ক্রিকেট ক্রিকেটের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবে।’

ভক্তদের কাছে মুশফিকুর রহিম বেশ পরিচিত মি. ডিপেন্ডবল হিসেবে। দেশের ক্রিকেটের বড় ভরসার জায়গা তিনি। মুশফিকুর রহিম নিউজ ক্রিকেট ২৪ ডট কমের সাথে আছেন। আপনিও থাকেন আমাদের সাথে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »