https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সাদা পোশাকের ক্রিকেট থেকে বাংলাদেশ দল দূরে রয়েছে বেশ লম্বা সময় থেকেই। প্রায় চার মাস ধরে লঙ্গার ভার্সনের ক্রিকেট থেকে দূরে থাকার কারণে এই ফরম্যাটের ম্যাচে হয়তো কিছুটা মানিয়ে নেয়ার ব্যাপার থাকতে পারে ক্রিকেটারদের। তাইতো চট্টগ্রাম যাবার আগে দুই দিনের গা গরমের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে ম্যাচটি।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ ত্রিদেশীয় সিরিজের জন্য ২১ আগস্ট থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয় ৩৫ জনের স্কোয়াড নিয়ে। যেখানে তামিম ইকবাল ছিলেন বিশ্রামে। অন্যদিকে মাশরাফি শুধু ওয়ানদে খেলায় নেই তিনিও।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ থাকায় ক্যাম্পে যোগ দেননি আরও ৮-৯ জন ক্রিকেটার। সব মিলিয়ে যদি শেষ পর্যন্ত এই ম্যাচে কেউ নজর কাড়তে পারেন নির্বাচকদের তাহলে হয়তো আফগানদের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ঠাই হতেও পারে কারো।