নিউজ ডেস্ক »
ভারতীয় টেষ্ট দলের নিয়মিত সদস্য উমেশ যাদব। দেশ ও দেশের বাইরের টেষ্টের একাদশে সব সময় দেখা যায় থাকে। তবে অস্ট্রেলিয়া সফরে তার সময়টা ভালো যাচ্ছেনা। চোটের কারণে তিনি চলতি টেষ্ট সিরিজের শেষ ২ ম্যাচে খেলতে পারবেন না।
তবে এর মাঝে ব্যাক্তিগত জীবনে খুশির সংবাদ পেয়েছেন ভারতীয় এই পেসার। বছরের প্রথম দিনে তার স্ত্রী ও তার ঘর আলো করে তাদের কন্যা সন্তান পৃথিবীতে আসে।
উমেশ নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি লিখেন, ‘এটি আমার মেয়ে। ছোট্ট রাজকন্যাকে এই দুনিয়ায় স্বাগতম। তোমাকে এখানে দেখে আমরা সবাই খুব এক্সাইটেড।’
ভারতীয় ক্রিকেট বোর্ডও শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছে, ‘কন্যা সন্তানের বাবা হওয়ার জন্যে তোমাকে অনেক শুভেচ্ছা উমেশ যাদব। একই সঙ্গে, আমরা তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি খুব শীঘ্রই মাঠে দেখা যাবে তোমাকে।’
নিউজক্রিকেট/আরআর