নিজস্ব প্রতিবেদক »
মহামারী করোনা ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়েছে দীর্ঘ সময়ের জন্য, মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেটাররা। অনেকে ঘরে বসেই করছেন প্র্যাকটিস। কেউ কেউ নিজ উদ্যোগে মাঠে নেমেছেন ব্যাট বল হাতে। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন দীর্ঘ দিন মাঠের বাইরে থাকা প্রভাব ফেলছে ক্রিকেটারদের মানসিকতায়। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কমের লাইভে এসে একথা জানান হাবিবুল বাশার।
দীর্ঘদিন মাঠের বাইরে ক্রিকেট, ইংল্যান্ডে ফিরেছে টেস্ট ক্রিকেট, কোন কোন দেশ নেমেছে অনুশীলনে, তবে মাঠে ক্রিকেট ফেরানোর এখনো কোন উদ্যোগ নিতে পারেনি বিসিবি। বেশ কয়েকজন ক্রিকেটার ঘর থেকে বের হয় নিজ উদ্যোগে শুরু করেছেন অনুশীলন। সবাই মরিয়া আবারো মাঠে ফেরার জন্য। এতদিন মাঠের বাইরে থাকা প্রভাব ফেলছে ক্রিকেটারদের ফিটনেস এবং মানসিকতায়। গতকাল নিউজ ক্রিকেট২৪ এর লাইভ আড্ডায় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাসার সুমন। তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই এটা অনেকখানি প্রভাব ফেলছে, ক্রিকেটাররা কখনো এতদিন বসে থাকেননি যেদিন থেকে তারা ক্রিকেট খেলা শুরু করেছেন।’
পুরনো স্মৃতি স্মরণ করে হাবিবুল বাশার আরো বলেন , ‘আমরা যখন খেলতাম তখন এটা সিজনাল খেলা ছিলো, আমরা শীতকালে খেলতাম, গরমকালে আমরা অন্য কোন স্পোর্টস খেলতাম।তবে বর্তমানে যারা খেলে তারা ঐভাবে ছুটি কম পায়, আমার মনে হয় প্রথম একমাস তারা ইঞ্জয় করেছে,অনেকদিন পরে একটা লম্বা বিরতির পেয়েছিল , তবে এখন তারা বিরক্ত।’
বাসায় বসে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করছে, তবে বাসায় বসে ফিটনেস নিয়ে কাজ করা কতোটা কার্যকরী হবে তা নিয়ে বেশ সন্দিহান এই সাবেক অধিণায়ক।তিনি এ বিষয়ে বলেন, ‘আপনি যতই বাসায় বসে ফিটনেস নিয়ে কাজ করেন, যদি আপনি মাঠে খেলতে না পারেন ফিজিক্যালি একটু তো সমস্যা হবেই, আর মানসিক ভাবেও একটু হতাশা তো আসবেই। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।।আসলে আমরা এখন সবচেয়ে বেশি হতাশ যে বিষয়ে , কেউ আসলে টাইম ফ্রেম টা এখনো জানে না। আমরা কিন্তু প্রথম এক দুই মাস আশা করেছিলাম মে জুনের দিকে পরিস্তিতি ভালো হবে, জুলাই মাসও পার হয়ে গেলো এখন আমরা জানি না কবে সবকিছু স্বাভাবিক হবে। তাদের জন্য এটাই বেশি হতাশার। আর ঘরে বসে ফিটনেস এর কাজ করা আর মাঠে করা আলাদা বিষয়। তাই বলবো এটা অনেক বড় প্রভাবই ফেলছে ক্রিকেটারদের মধ্যে।’
নিউজক্রিকেট/সুফিয়ান