দিল্লি পৌঁছেছে বাংলাদেশ, দলের সাথে নেই লিটন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের ৮ম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে দিল্লি পৌঁছেছে সাকিবরা।

৪২৮, ২৭২, ২৮৪ ও ৩৯৯। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে এখন পর্যন্ত যে চার ম্যাচ হয়েছে প্রথম ইনিংসে দলগুলোর রান। আগামী ৬ নভেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচ দিয়ে দিল্লি স্টেডিয়াম বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। রান উৎসবের এই শহরে বাংলাদেশ ক্রিকেট দল বিকেলে পা রেখেছে। দলের সঙ্গে আসেননি ওপেনার লিটন দাস।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে লিটন কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। ৩ নভেম্বর দলের অনুশীলনের আগে তার দিল্লিতে চলে আসার কথা রয়েছে। এ খবর নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »