দিল্লিকে হারিয়ে শীর্ষে হায়দ্রাবাদ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো দিল্লি ক্যাপিটাস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে দিল্লি। গত ম্যাচে পাঞ্জাবের কাছে হারের পর আসরে এটা তাদের তৃতীয় হার।

টস হেরে ব্যাট করতে নামা দিল্লি শুরুতেই পরে ব্যাটিং বিপর্যয়ে। দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৩৬ রানে। পাওয়ার প্লেতেও আসে এই ৩৬ রানই। সেই বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন শ্রেয়াস আইয়ার। তবে যোগ্য সঙ্গ পাননি তিনি। দলীয় ৯৩ রানে ও ব্যক্তিগত ৪৩ রানে আইয়ার যখন ফিরে যান তখন দিল্লির উইকেট সংখ্যা ৬। শেষের দিকে অক্ষর প্যাটেল ১৩ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেললেও দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান।

ছোট লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো মিলে গড়েন ৬৪ রানের জুটি। ওয়ার্নার এদিন কিছুটা মন্থর গতিতে ব্যাট করলেও প্যাভিলিয়নে ফেরার আগে ইংলিশম্যান খেলেন ২৮ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস। ৪ রানের ব্যবধানে ওয়ার্নার ১৮ বলে ১০ রান করে ফিরে গেলে ছন্দপত্ন দেখা দেয় হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপে। বিজয় শঙ্কর ১৬ এবং মানিশ পান্ডে ও সিপক হুদা সমান ১০ রান করে বিদায় নিয়ে ম্যাচ জয়ে অবদান রাখেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৯ বলে ১৭ রানের ঝরো ইনিংস খেলে অপরাজিত থাকেন নবী। আর হায়দ্রাবাদ ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।

স্কোর
দিল্লি ক্যাপিটালসঃ ১২৯/৮, (২০ ওভার), আইয়ার ৪৩, অক্ষর ২৩*, মরিস ১৭
নবী ২১/২, ভুবনেশ্বর ২৭/২, কউল ৩৫/২

সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৩১/৫, (১৮.৩ ওভার), বেয়ারস্টো, ৪৮, নবী ১৭*, শঙ্কর ১৬
ইশান্ত ৫/১, রাহুল ১০/১, অক্ষর ১৮/১
ফলাফলঃ সানরাইজার্স হায়দ্রাবাদ ৫ উইকেটে জয়ী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »