নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্দোরে চলছে প্রথম টেস্ট। প্রথম দিনেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ দল। এরপর ভারত এসেই রানের চাকা বাড়িয়ে বেশ বড়সড় লিডে আছে। যেখানে এতদিন যাবৎ চলে আসছিলো টেস্টে বাংলাদেশের স্পিন রাজত্ব সেখানে এবার ভারতের মাটিতে ঘটছে ভিন্ন কিছু। টেস্টে পুরো রাজত্ব জুড়েই যেন রাজ করছেন পেস বোলাররা। যা ইতিপূর্বেই টের পেয়েছে বাংলাদেশ ।
ভারতের পেস এট্যাকে ১দিনেই গুটিয়ে গেছে পুরোদল। আর বল হাতেও ঘটছে প্রতিফলন। শুরু থেকে দ্বিতীয় দিন পর্যন্ত বল হাতে উজ্জ্বল বাংলাদেশের পেস বোলাররা। রাহীর এট্যাকেই ফিরেছে ভারতের ২বাঘা খেলোয়াড়। বুঝাই যাচ্ছে ইন্দোরে মূল অস্ত্র পেস এট্যাক। যেক্ষেত্রে ব্যাতিক্রম হলো বাংলাদেশের। মাত্র দুজন পেসার আছেন একাদশে।
ভারত যখন হোমে ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,দ.আফ্রিকার ধারায় উইকেটে খেলতে অভ্যস্ত, তখন সেখানে একজন সাকিবের অভাব খুব বেশিই বোধহয় ভোগাচ্ছে। তার উপর নেই অতিরিক্ত পেস বোলারও। দুই পেস বোলারের বোলিং সমষ্টি ৩০ ওভার। তৃতীয় একজন এ-ই কন্ডিশনে যেন খুব বেশিই প্রয়োজনীয়। আরেকজন অতিরিক্ত থাকলে হয়তো চাপ কমার সাথে বাড়তো বোলিং ধার। যেটি সহায়ক হতো বিপক্ষ দলকে চাপে ফেলার ক্ষেত্রে। টার্নহীন উইকেটে অনেকটাই নির্বিষ দেখাচ্ছে তাইজুল-মিরাজ স্পিন জুটিকে। এমন অবস্থায় পেসারের অভাব বোধ করাটা স্বাভাবিক।
দীর্ঘ পরিসরের জাতীয় লিগ থেকে ডাক পাওয়া আল-আমিন এসে খেলেছেন টি-২০তে। একটা বার হয়তো লঙ্গার ভার্সনে সুযোগ দেওয়া যেতো। কিন্তু এখন মুস্তাফিজুরের পাশে বেঞ্চে বসে খেলা দেখা ছাড়া যেন আর কোন উপায় নেই। আর ভারতীয়দের ব্যাটিং পরিসংখ্যান বলছে রান তোলার তাড়া আছে তাদের। সবার পারফরম্যান্স দেখলেই সেটা বোঝা যায়। দিন শেষে জল কতদূর আগাই সেটাই দেখার অপেক্ষায়।