https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৭তম ম্যাচে টনটনে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। প্রথমে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ইনিংসের এক ওভার বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে ৩০৭ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।
শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া অ্যারোন ফিঞ্চ এবং এবং ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে দুর্দান্ত শুরু পায়। এই দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১৪৬ রানের জুটি। এই জুটি বিচ্ছিন্ন হয় ৮৪ বলে ৮২ রান করে আমিরের বলে ফিঞ্চ আউট হলে। দলীয় ২৩ ওভারের মাথায় ফিঞ্চের বিদায়ের পর রানের গতি কিছুটা কমতে থাকে অজিদের। স্টিভ স্মিথ ১০ এবং গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ২০ রান করে ফিরে যাবার পর ১১১ বলে ১০৭ রানে ফিরে যান ওপেনার ডেভিড ওয়ার্নারও। দলের বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ইনিংসের ৬ বল বাকি থাকতে ৩০৭ রানে সব কয়টি উইকেট হারায় অস্ট্রেলিয়া।
বল হাতে এদিন ঝলক দেখিয়েছেন মোহাম্মদ আমির। ১০ ওভারে মাত্র ৩০ খরচায় ৫ উইকেটের ম্যাজিক স্পেল স্পর্শ করেন আমির। তাছাড়া শাহিন আফ্রিদি ২টি, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, হাফিজ প্রত্যেকে নেন ১টি করে উইকেট।