নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে বোলারা। দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩১ রানে পিছিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড।
৬ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে এদিন আর বেশি দুর এগুতে পারেনি প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। কিউই বোলার উইলিয়াম ওরোউরকে ৪টি, রাচিন রবিন্দ্র ৩টি এবং সাইদি, হেনরি ও ওয়াগনার ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও সুবিধা করতে পারেনি। প্রোটিয়াদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে দিন শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২১১ রানে। কিউই ব্যাটার কেন উইলিয়ামসন ৪৩, টম ল্যাথাম ৪০, উইল ইয়ং ৩৬ ও নেইল ওয়াগনার ৩৩ রান করেন। প্রোটিয়া বোলার ডেন পাইডট ৫টি, ডেন প্যাটারসেন ৩টি ও টিশেপো মোরেকে ১টি উইকেট নেন। ৩১ রানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে।
নিউজক্রিকেট২৪/আরএ