দারুণ বোলিংয়ে কিউইদের ১৩৪ রানে আটকে রাখলো টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টাইগারদের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা।

ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই টিম সেইফার্টের (০) উইকটে তুলে নেন শেখ মেহেদি। এরপর দ্বিতীয় ওভারে শরিফুলের বলে ফিন অ্যালেন (১) ও গ্লেন ফিলিপস (০) পরপর দুই বলে আউট হলে ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।

১৪ রান করা ড্যারেল মিচেল শেখ মেহেদির বলে বোল্ড বলে দলীয় ২০ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। আর ১৯ রান করা মার্ক চ্যাপম্যান লেগ স্পিনার রিশাদের বলে আউট হলে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে আরও টাপে পড়ে স্বাগতিকরা।

স্যান্টন্যার ও নিশাম ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৪১ রানে জুটি গড়েন। স্যান্টন্যার ২৩ রান করে দলীয় ৯১ রানে আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ২৯ বলে ৪৮ রান করে নিশাম আউট হলে ১১০ রানে সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। টাইগার বোলার শরিফুল ৩টি, মেহেদি ও মুস্তাফিজ ২টি করে এবং তানজিম সাকিব ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »