নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডাদের একজন ক্রিস কেয়ার্নস। নব্বইয়ের দশকের ঝাকড়া চুলের এই বদমেজাজী ক্রিকেটার এখন কেমন আছেন জানলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। চলুন, একটু ইতিহাসের পাতায় চোখ রাখা যাক।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ২০০০ সালে মুখোমুখি হয় ভারত এবং নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট দুনিয়ায় “দাদা” খ্যাত সৌরভ গাংগুলীর সেঞ্চুরি তে জয়ের সুবাতাস পাচ্ছিলো ভারত। কিন্তু আচমকা দলীয় ২২০ রানে অধিনায়কের আউটের পর রানের লাগাম টেনে ধরে কিউই বোলাররা। শেষমেশ সর্বসাকুল্যে ২৬৪ রান সংগ্রহ করে গাংগুলীবাহিনী। সামনে থেকে বোলিংয়ে নেতৃত্ব দেন কেয়ার্নস। ব্যাট হাতেও ১১৩ বলে ১০২ রানের বীরোচিত ইনিংস খেলে নিউজিল্যান্ডকে এনে দেন প্রথম এবং একমাত্র আইসিসি শিরোপা। দীর্ঘ ১৭ বছরের বর্ণাঠ্য ক্যারিয়ারে ব্যাট হাতে ৮,২৭৩ রান সংগ্রহ করেন তিনি এবং বল হাতে ৪২০ টি উইকেট নিজের নামের পাশে লেখান।
আলোকময় ক্রিকেট জীবনে অন্ধকারের রোষের সামনে ও পড়েন এই অলরাউন্ডার। ২০১০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এক কর্মকর্তা লোলিত মোদি তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন। ক্রিস তার নামে মামলা করেন এবং তার বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত না হলে বেকসুর খালাস পান তিনি। কিন্তু, বিপদ যেন তার পিছু ছাড়ার নয়। তিনবছর পরে আইপিএলের দল চন্ডীগড় লায়ন্সের হয়ে খেলা কালীন আবারো ফিক্সিং কেলেংকারিতে জড়িয়ে পড়েন তিনি। সেই মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। এই মামলায় টাকা ঢালতে গিয়ে আজ দারিদ্রতার চরম সীমায় পৌঁছে গেছেন তিনি। আজ তার সংসার চলে নিউজিল্যান্ডের বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে। যেখানে ত্রিশ মিনিটে তিনি ১৭ ডলার উপার্জন করেন।