নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ইমার্জিং কাপে এখনো জয়ের ধারা অব্যাহত রেখেছে টাইগাররা। আজ সহ টানা চার ম্যাচে চার জয় পেলো শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ।
আফগানদের হারিয়ে ইমার্জিং কাপের ফাইনালে এখন বাংলাদেশ, হারিয়েছে ৭ উইকেটে। গতকাল প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৩ রানে হেরে ছিটকে যায় ভারত। এখন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৪ রানে হাসান মাহমুদের বলে ওপেনার আব্দুল মালিক (১) আউট হয়ে ফিরে যান। তার পর ২৪ রানের মধ্যে তিনটি উইকেট হারায় আফগানরা। এ প্রথম তিনটি উইকেটই নেন হাসান মাহমুদ। এর পরে দলীয় ৩৬ রানে আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুনির আহমেদ’কে ২ রানে ফেরান সৌম্য সরকার। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আফগানিস্তান। তবে সে ধাক্কা একাই সামনে নেন আব্দুল রাসূল।
রাসূল ১২৮ বলে ৭ চারে ও ৭ ছয়ে ১১৪ রানের ইনিংস খেলে সৌম্য’র বলে আউট হয়ে ফিরে যান। দলের পক্ষে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। সৌম্য তাকে সহ শেষ ওভারে দুটি উইকেট শিকার করেন। ফলে আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। তাদের সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার।
জবাবে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসেন সৌম্য সরকার ও নাঈম শেখ। তবে শুরু টা দারুন হয়নি নাঈম শেখের। দলীয় ২৬ রানে ১৭ রান করে আউট হয়ে ফিরে যান তিনি। তবে থেমে থাকেননি অপর ওপেনার সৌম্য সরকার। ৫৯ বলে ৩ চারে ও ৩ ছয়ে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।
সৌম্য’কে ছাড়া ও ফিফটির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, খেলেন ৫৯ রানের ইনিংস। বাংলাদেশ দলের জয় নিয়ে মাট ছাড়েন ইয়াসির আলী ও আফিফ হোসেন ধ্রুব। ইয়াসির ৩৮ ও আফিফ ৪৫ রানে অপরাজিত থাকেন। ফলে বাংলাদেশ ৩৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে জয়ের প্রান্তে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-
আফগানিস্তান- ২২৮/৯ (৫০), আব্দুল রাসূল ১১৪, হাসান মাহমুদ ৪৮/৩, সৌম্য সরকার ৫৮/৩।
বাংলাদেশ- ২২৯/৩(৩৯.৫), সৌম্য ৬১, শান্ত ৫৯, আফিফ ৪৫*
ফলাফল বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।