নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রকাশিত হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর দশক সেরা টেস্ট একাদশে। দশক সেরা টেস্ট একাদশের নেতৃত্বে রয়েছেন ভিরাট কোহলি। ২০১১ থেকে ২০২০ অবদি খেলা সেরা টেস্ট খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় এই একাদশ।
এলিস্টার কুক, স্টোকস, ব্রড ও এন্ডারসনদের নিয়ে গড়া এই একাদশে বেশ আধিপত্য বিস্তার করছে ইংলিশরা। ইংল্যান্ড থেকে চারজন, ভারত ও অস্ট্রেলিয়া থেকে দু’জন, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে সুযোগ পেয়েছেন একজন করে।
দশক সেরা টেস্ট একাদশে সুযোগ পাননি কোনো পাকিস্তানি ক্রিকেটার। বাংলাদেশ থেকেও নেই কারো নাম। উইকেটরক্ষকের গ্লভস হাতে রয়েছেন কুমার সাঙ্গাকারা।
দশক সেরা টেস্ট একাদশঃ
স্যার এলাস্টিয়ার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ভিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন স্টেইন, স্টুয়ার্ট ব্রড ও জেমস এন্ডারসন।