দল-বদলে পুরনো উত্তাপে মোহামেডান!

মারুফ ইসলাম ইফতি »

গত বেশ কয়েকবছর ধরে দলবদলের বাজারে সেই চিরচেনা মোহামেডানকে দেখা যায়নি।সাদামাটা দল নিয়েই সর্বশেষ বেশ কয়েকটা আসরে দেখা গেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে।অবশেষে আবারো পুরনো উত্তাপে শক্তিশালী দল নিয়ে এবারের লিগে মাঠে নামছে মোহামেডান।

মোহামেডানের পুরনো সংগঠক তারিকুল ইসলাম টিটু আবারো ফিরেছেন মোহামেডানের কমিটিতে।৮ বছরের অভিমান ভুলে প্রিয় ক্লাবের সাথে যুক্ত হয়ে কমিটির পুরনো সতির্থদের সঙ্গে নিয়ে মনোযোগ দিয়েছেন দল গঠনেও।এবারের দল বদলে এখন পর্যন্ত মোহামেডানের যে দলটি দেখা যাচ্ছে তাতে করে স্পষ্ট বুঝা যায় এবারের আসরে দারুণ কিছুর প্রত্যাশা নিয়েই দল সাজাচ্ছে ঐতিহাসিক এই ক্লাবটি।

ইতিমধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে তাসকিন আহমেদ,আসিফ হোসেন মিতুল,আবাহনী থেকে শাকিল,প্রাইম দোলেশ্বর থেকে মাহামুদুল হাসান, ও আবু জায়েদ চৌধুরী রাহি, প্রাইম ব্যাংক থেকে আবদুর রাজ্জাক,গাজী গ্রুপ থেকে শামছুর রহমান শুভ,আবু হায়দার রনিরকে দলে ভিড়িয়েছে তারা।এছাড়া অনু-১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ফারভেজ হাসান ইমনকেও ইতিমধ্যে নিজেদের সাথে যুক্ত করেছে ক্লাবটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »