দলে ফিরলেন তবে অধিনায়কত্ব নেই!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দলে ফিরলেন তবে অধিনায়কত্ব নেই!

করোনার প্রকোপে আক্রান্তের শঙ্কায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আসেননি হোল্ডার সহ আরো অনেক নিয়মিত খেলোয়াড়েরা। অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া ক্রেইজ ব্রাথওয়েট অভাবনীয় সাফল্য অর্জন করেন যার দরুন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের অধিনায়কের দায়িত্বে থাকছেন তিনি।

বাংলাদেশ সিরিজ না খেলা হোল্ডার শ্রীলঙ্কার বিপক্ষে দলে থাকছেন, তবে কাধে থাকছে না অধিনায়কের দায়িত্ব! মাত্র এক সিরিজেই ভাগ্য পরিবর্তন ক্রেইগ ব্রাথওয়েটের অপরদিকে, দূর্ভাগা হোল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে ফিরেছে ড্যারেন ব্রাভো।

তবে বেশ অবাক ভাবেই বাদ পড়েছেন অলরাউন্ডার রস্টন চেজ ও ব্যাটসম্যান শার্মা ব্রুকস! আগের সিরিজ না খেলা শেন ডরিচ নেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও। অর্থাৎ উইকেটরক্ষকের দায়িত্ব পালনে থাকবেন জসুয়া ডি সিলভা।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘বাংলাদেশে ভালো করা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করতে পারাটা দারুণ। এটা অনেক সাহস যোগাচ্ছে। বাংলাদেশে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার দারুণ সুযোগ এটা। কঠোর পরিশ্রম ও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং নিবেদিত হয়ে খেলতে হবে। তাহলেই ভালো ফলাফল নিয়মিত আসবে।’

১৩ সদস্যর ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বনার, ড্যারেন ব্রাভো, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জসেফ, কাইল মেয়ার্স, কেমার রোচ ও জমেল ওয়ারিকান।

আগামী ২১ মার্চ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »