নিউজ ডেস্ক »
চলতি বছর জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার সুযোগ হয়নি সৌম্য সরকারের। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। বাদ পড়েছেন একাদশ থেকেও। যদিও জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের চাওয়াতে তাকে যুক্ত করা হয়েছে সাদা বলের দলের সঙ্গে।
সামনেই ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জায়গা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। মূলত ডিপিএলে শেষ ম্যাচে পাওয়া সেঞ্চুরিতেই সবার নজর কেড়েছেন এই ওপেনিং ব্যাটার।
জাতীয় দলের বিকল্প ক্রিকেটার হিসেবে তাকে এখন তৈরি করছে বিসিবি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে নির্ভার হয়ে খেলার পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। মাত্র তিনদিন সৌম্যকে নেটে পেয়েছেন তিনি। তাই এতো দ্রুত তাকে নিয়ে মন্তব্য করতে চান না পোথাস।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত না, তার সেরাটা খুব একটা দেখিনি আমি। আমাদের জন্য এটা পর্যবেক্ষণের সময়। আমরা ওকে এখন রিল্যাক্স থেকে খেলতে বলছি। কারণ আমরা তার সেরাটা জানি, সে খুব ভালো। আমি ওকে তিনদিন নেটে দেখেছি, মতামত দেওয়ার জন্য এটা যথেষ্ট সময় না। আমার সময় লাগবে ওকে দেখতে।’
কয়েক মাস পরেই ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরের পরিকল্পনাতেও আছেন সৌম্য। তবে তার ব্যাটিং পজিশন কি হতে পারে? এমন প্রশ্নের জবাবে পোথাস জানিয়েছেন, জাতীয় দলের বিবেচনায় আসতে আগে রানে ফিরতে হবে এই ব্যাটারকে।
সৌম্যর সম্ভাবনা নিয়ে পোথাস বলেন, ‘অবশ্যই ও টপ অর্ডারে আগে ব্যাটিং করেছে। কিন্তু হেড কোচের সঙ্গে কথাবার্তা হয়নি এ ব্যাপারে। এখন আমরা পর্যবেক্ষণের একেবারে শুরুর দিকে আছি। ও ইমার্জিং প্লেয়ারদের সঙ্গে যাবে। ব্যাটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনার মূলধন হচ্ছে রান করা। আপনাকে কেমন লাগছে, কী করতে পারেন, এগুলো অপ্রাসঙ্গিক। এটা আপনাকে সিস্টেমে আনতে পারে। কিন্তু দলে আসতে রান করতে হবে।’
শুধু সৌম্যই নয়। ক্যাম্পে আছেন জাতীয় দলের বাইরে থাকা আরও অনেক ক্রিকেটার। পোথাস মনে করেন এই ক্রিকেটাররা যেন নিজেদের একা মনে না করেন সেই লক্ষ্যেই তারা এই ক্রিকেটারদের ক্যাম্পে ডেকেছেন। জাতীয় দলে কোনো ক্রিকেটার ইনিজুরিতে পড়লে এখান থেকেই ক্রিকেটারদের ডাকা হবে।
এই বিষয়ে পোথাস বলেন, ‘আমার মনে হয় এটা ক্রিকেটারদের সুযোগ দেওয়া। আমরা চাই না কেউ ভাবুক তারা দলের বাইরে। এটা আমাদের বিকল্পও দিচ্ছে। যদি কেউ ইনজুরড হয়, তাহলে যাকে দেখিনি তাকে নিয়ে আসতে চাই না। একই সঙ্গে তাদের সুযোগ দিচ্ছি অনুশীলন করে প্রস্তুত থাকার। যদি কোনো সুযোগ চলে আসে কোথাও। হেড কোচের পরিষ্কার পরিকল্পনা আছে।’