নিউজ ডেস্ক »
বর্তমান সময়ের তিণ ফরম্যাটের বিশ্বসেরা ব্যাটসম্যান হচ্ছেন বিরাট কোহলি। তাকে ক্রিজে পেলে কাপেন না বোলারের সংখ্যা নেহাত কম বলাই যায়। ব্যাট হাতে বোলারদেরকে নিয়মিতই শাসন করে যাচ্ছেন। এজন্য তাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে ” কিং কোহলি ” নাম দিয়েছে। আমরা সবাই জানি কোহলি তার ব্যাটিং নৈপুণ্য দিয়ে অনেক সময় অনেক বোলার বা দলকে কাঁদিয়েছেন। কিন্তু একবার কোহলিও কেঁদেছিলেন। প্রথমবার তিনি তার রাজ্য দলে সুযোগ পাননি। যার কারণে সেসময় সারা রাত কেঁদেছিলেন কোহলি।
গতকাল রাতে তার স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে লকডাউনে থাকা শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি অনুপ্রেরণা মূলক এক লাইভ সেশন করেছিলেন কোহলি। সেখানেই প্রথম দলে না থাকার কারণে কান্না করার কথা অকপটে স্বীকার করেছেন ভারতের অধিনায়ক।
বিশ্বের সেরা ব্যাটসম্যান এই তকমা পাওয়াটা কিন্তু সহজ ব্যাপার না। আজ কোহলি যে এ পর্যন্ত এসেছে তার জন্য যে অনেক কষ্ট করে এ পর্যন্ত আসতে হয়েছে। শিক্ষার্থীদের সাথে অনুপ্রেরণামূলক লাইভে নিজের সফলতার কথা তুলে ধরেননি বরং নিজের ব্যর্থতা ও হতাশার কথাই বলেছেন। যাতে সবাই অনুপ্রেরণা পায় যে। ব্যর্থ হয়ে আজ কোহলি আজ এ পর্যন্ত এসেছে।
কোহলি বলেছেন, ” আমার ক্যারিয়ারের শুরুর কথা মনে পড়ে যায়। প্রথমবার আমি আমার রাজ্য দলে সুযোগ পাই নি। এখনো মনে পড়ে আমি সারারাত ঘুমাতে পারি নাই। রাত তিনটা পর্যন্ত শুধু কেঁদেই গিয়েছিলাম। কেননা আমি বাদ পড়েছি আমার বিশ্বাস হচ্ছিলো না।
কোহলি আরো বলেন, ” আমি তখন বেশ ভালো খেলছিলাম এবং বেশ ভালো রান করছিলাম। আমার পক্ষে সব ছিলো। ঐ পর্যায় যেতে হলে যেমন পারফর্ম করার দরকার আমি তেমনটাই করেছি। কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়ে গিয়েছিলাম। আমি কোচকে বলেছিলাম আমার কোন জায়গায় ঘাটতি আছে আমাকেও বলুন। আমার কেন সুযোগ হচ্ছিলো না।
তবে কোহলি বর্তমানে তিণ ফরম্যাটের বিশ্বসেরা একজন ব্যাটসম্যান। তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে কোহলিও ব্যর্থ হয়েছিলেন অথচ আজ সে বিশ্বসেরা। এটাকে অনুপ্রেরণা হিসেবে নিলে যে কেউ হাল ছাড়বে না সফল না হবার আগ পর্যন্ত।
বাংলাদেশ সময় :২.৪০ পি এম
নিউজ ক্রিকেট/ জিএনএইচ