দলের প্রয়োজনে যেকোন পজিশনে ব্যাট করতে রাজিঃ নুরুল হাসান সোহান

সাকিব শাওন »

ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে একটা জায়গায় মিল রয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। ধোনির মত সোহানেরও শুরুটা হয়েছিলো ফুটবল দিয়ে। গোল রক্ষকের ভূমিকায় শুরু করলেও একটা সময় ফুটবল ছেড়ে নাম লেখান ক্রিকেটে। পুরো দস্তুরমত ক্রিকেটার হতে যা যা করা উচিত তার সবটুকুই করেছেন সোহান। একজন পরিণত উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ খেললেও বেশিরভাগ সময়ই সোহানকে বাদ পড়তে হয়েছে কম্বিনেশনের কারণে। তবুও সোহান বিশ্বাস করেন পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে জাতীয় দলের দরজা পুনরায় খুলবে।

কোয়ারেন্টাইনের এই অবসর সময়টাতে মুঠোফোনে নুরুল হাসান সোহানের সাথে হলো অনেক গল্প।

পাঠকদের জন্য পুরো সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো।

নিউজ ক্রিকেটঃ অনেকদিন ধরেই তো খেলাধুলার বাইরে সুতরাং এই লম্বা সময়টাতে বাসায় কি করছেন?

নুরুল হাসানঃ প্রতিদিনই নিয়ম করে অনুশীলন করছি। একদিন দৌড়াদৌড়ি করি আরেকদিন জিম সেশন করি। আর পরিবারকে সময় দিচ্ছি।তাছাড়া এতো লম্বা সময় ধরে তো কখনো পরিবারকে সময় দেওয়া হয় না সেক্ষেত্রে ভালো লাগছে।

নিউজ ক্রিকেটঃ ছোটবেলা থেকেই আপনি ক্রিকেটের সাথে যুক্ত সুতরাং যদি ক্রিকেটার না হতেন তাহলে কি হতেন?

নুরুল হাসানঃ আসলে এভাবে চিন্তা করিনি তবে সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছা ছিলো যদিও পরাবর্তীতে সেটা আর সম্ভব হয়নি।

নিউজ ক্রিকেটঃ আপনার ক্রিকেটার হওয়ার পিছনে পরিবারের কতটা অবদান রয়েছে ?

নুরুল হাসানঃ প্রথমত আমার পরিবারের অধিকাংশ মানুষই খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমার মামা ফুটবলার ছিলেন, বাবাও অনেক বছর ফুটবলে ঢাকা লীগ খেলেছেন। সেক্ষেত্রে খেলাধুলার জন্য ছোটবেলা থেকেই পরিবারের সবার অনুপ্রেরণা পেয়েছি। তবে আমার ক্রিকেটার হওয়ার পেছনে বাবার অবদান অনেক বেশি।

নিউজ ক্রিকেটঃ জাতীয় দলে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে বা কারা?

নুরুল হাসানঃ ওই ভাবে চিন্তা করিনি, যাদের সাথে মিশি সবাই আমার খুবই ভালো বন্ধু।

নিউজ ক্রিকেটঃ দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন সেক্ষেত্রে আপনার কি কোন পছন্দের ব্যাটিং পজিশন রয়েছে?

নুরুল হাসানঃ কখনো আমি এভাবে চিন্তা করিনা। সবসময় চিন্তা করি দলের জন্য ভালো খেলতে। সুতরাং দলের প্রয়োজনে যেকোন পজিশনে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

নিউজ ক্রিকেটঃ পঞ্চপান্ডবদের মধ্যে আপনার পছন্দের সিরিয়াল গুলো কেমন হবে?

নুরুল হাসানঃ সবাইকে সমান চোখে দেখেছি আলাদা করে কখনো চিন্তা করিনি।

নিউজ ক্রিকেটঃ বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন সেক্ষেত্রে দলে ফেরার জন্য কি কোন পরিকল্পনা করছেন?

নুরুল হাসানঃ হ্যাঁ অবশ্যই, আমার চিন্তা চেতনা সবসময় ভালো খেলা। আর অনেক সময় দেখা যায় টিম কম্বিনেশনের কারণে দলের বাইরে থাকতে হয়। সেক্ষেত্রে চেষ্টা করছি সব জায়গাই ভালো পারফর্ম করে আবার দলে ফিরতে। দলে ফিরলে চেষ্টা করবো নিজের সবটুকু দিয়ে ভালো পারফর্ম করার।

নিউজ ক্রিকেটঃ খুলনা বিভাগে অনেক প্রতিভাবান উঠতি খেলোয়াড় আছে, তাদের জন্য আপনার পরামর্শ কি?

নুরুল হাসানঃ সত্যি বলতে শেষ ১/২ বছরে খেলোয়াড় একটু কম আসতেছে খুলনা বিভাগ থেকে। সে কারণে এ বিষয় নিয়ে আরোও চিন্তা করতে হবে কিভাবে মান বাড়ানো যায়। আর লীগগুলো কম হয় আগের তুলনায়। খেলোয়াড়দের নিজের শতভাগ দিয়ে ক্রিকেট খেলতে হবে তাহলেই সুখের মুখ দেখতে পারবে তারা।

নিউজ ক্রিকেটঃ আপনার কাছে বাংলাদেশের সেরা জয় কোনটি বলে মনে হয়?

নুরুল হাসানঃ আমি ২০১৭ তে নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটির কথা বলবো। কারণ আমাদের খুব তাড়াতাড়ি অল্প রানের মধ্যে ৪ টা উইকেট চলে যায়। তারপর সাকিব ভাই আর রিয়াদ ভাই দুজনে যে পার্টনারশিপ টা করে ম্যাচ জিতিয়ে এনেছিলো এক কথায় অসাধারণ। আমার কাছে এ কারণে এই ম্যাচটি সেরা।

নিউজ ক্রিকেটঃ কোন ফরম্যাটে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?

নুরুল হাসানঃ যদি সিরিয়াল করে বলি, তবে আমার কাছে মনে হয় প্রথমে ওয়ানডে , টেস্ট এবং টি-২০।

নিউজ ক্রিকেটঃ ব্যাটিং নাকি উইকেট কিপিং কোনটি বেশি উপভোগ করেন?

নুরুল হাসানঃ যেহেতু আমি উইকেট কিপার ব্যাটসম্যান সেক্ষেত্রে উইকেট কিপারই প্রথমত উপভোগ করি তারপর ব্যাটিং। তবে ব্যাটিংয়েও চেষ্টা করি দলের প্রয়োজনে ভূমিকা রাখতে। আর কিপিং আমি ছোট বেলা থেকেই করি প্রথমে গিলক্রিস্টকে ভালো লাগতো পরবর্তীতে ধোনীকে ভালো লাগতো।

নিউজ ক্রিকেটঃ দেশের মধ্যে প্রিয় ক্রিকেটার কে?

নুরুল হাসানঃ তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই এনাদের সবাইকেই খুব পছন্দ আমার।

নিউজ ক্রিকেটঃ নিদহাস ট্রফিতে মাঠে আপনার সাথে পেরেরার আসলে কি হয়েছিলো কি কারণে এতো রাগান্বিত হয়েছিলেন?

নুরুল হাসানঃ আসলে তেমন কিছু না, আমি মাঠে আম্পায়ারের সাথে কথা বলছিলাম নো বল নিয়ে। তারপর পেরেরা এসে আমাকে ফোর্স করছিলো আমি কেনো কথা বলছিলাম সেখানে এই নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিলো।

নিউজ ক্রিকেটঃ করোনা ভাইরাস শেষে যখন মাঠে ফিরবেন তখন কতটা চ্যালেঞ্জ থাকবে আপনার জন্য ভালো করার?

নুরুল হাসানঃ এটা শুধু আমার জন্য না সবার জন্যই চ্যালেঞ্জ থাকবে ভালো করার। যেহেতু এতো সময় ধরে আমরা কখনো মাঠের বাইরে থাকি না সুতরাং আমরা যখন মাঠে ফিরবো তখন অবশ্যই কঠিন হবে ভালো পারফর্ম করা।

নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডটকমকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

নুরুল হাসানঃ আপনাকেও ধন্যবাদ একইসাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই শুভেচ্ছা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »