https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সারা বিশ্বের তিনি পরিচিত সেরা অলরাউন্ডার হিসেবে। আর নিজ দেশে তাকে বলা হয় ‘বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান’। লাল-সবুজের জার্সি গায়ে দেশের জন্য একের পর এক সম্মান বয়ে আনার পাশপাশি রেকর্ডের খাতা কেবল ভারি করেই চলেছেন সাকিব। এবার আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান সংখ্যা বর্তমানে ১০৯৯৫। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে মাত্র ৫ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১১০০০ রান করার মাইলফলক স্পর্শ করবেন তিনি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের দিক দিয়ে সাকিবের উপরে রয়েছেন কেবল তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের রান ১২৫১৯ (টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে)।