https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ইতোমধ্যে পর্দা উঠে গেছে বহুল প্রতীক্ষিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যচ অনুষ্ঠিত হয়ে গেলেও বাংলাদেশ দলের ম্যাচ শুরু হতে এখনও বাকি আরও দুই প্রহর। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম মাঠে নামবে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস। সাংবাদিকদের তিনি জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ কঠিন হলেও জয়ের কথাই ভাবছে বাংলাদেশ দল। শুধু তাই নয় টাইগার দলের ফিল্ডিংটা আরও একটু গুছিয়ে উঠানোর কথাও বলেন এই ব্যাটসম্যান।
লিটনের ভাষ্য, ‘দক্ষিণ আফ্রিকা বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই অনেক ভালো দল। তাদের বিপক্ষে ম্যাচ জেতা সহজ হবে না। এই কন্ডিশনের সাথে তারা পরিচিত। তাই আমাদের সামনে এটা একটু চ্যালেঞ্জিং হবে। তবে ভালো খেললে আমরা অবশ্যই জিতবো।’
ম্যাচ জয়ের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ লিটন আরও জানান, ‘প্রথম কিংবা শেষ ম্যাচ যেটাই হোক আমরা জয় চাই। ম্যাচের ফলাফল কি হবে তা আগে বলা যায় না। তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি। মাঠে নামার আগে মাথায় জয়ের মনোভাব নিয়েই নামবো। দলে এখন ভারসাম্য আছে। ফিল্ডিংটা আরও একটু গুছাতে হবে আমাদের।’
‘আমাদের দল মানসিকভাবে খুব ভালো অবস্থানেই রয়েছে। অন্য সময়ের মতই আমরা অনুশীলন করেছি। নিজেদেরকে সেভাবেই তৈরি করছি। এখানে অনেক রান হবে। যা আটকানো খুব কঠিন। বোলাররা সুবিধা করতে পারবে না। আমাদের চেষ্টা থাকবে ফিল্ডিংয়ে কিছু রান বাঁচানোর। যে সময় আছে ফিলদিং নিয়েই কাজ করব আমরা।’