নিউজ ডেস্ক »
২০১৯-২০ মৌসুমের জন্য বর্ষসেরা ক্রিকেটার হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। এছাড়াও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটিও পেয়েছেন এই উদ্ভোধনী ব্যাটসম্যান। দ্বিতীয়বারের মত বর্ষসেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত হলেন তিনি। এর আগে ২০১৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন ডি কক।
এদিকে বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারে ভূষিত হলেন লরা ভলভার্ডট। একই সাথে বর্ষসেরা নারী টেস্ট ক্রিকেটারের পুরস্কারের পুরস্কারটিও জিতে নিয়েছেন মাত্র ২১ বছর বয়সী এই উদ্ভোধনী ব্যাটসম্যান।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শনিবার সন্ধায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘ক্রিকেট সাউথ আফ্রিকা প্রফেশনাল এওয়ার্ডস’। ২০১৯-২০২০ মৌসুমের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া পুরুষ এককে বর্ষসেরা ওডিয়াই এবং টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন লুঙ্গি এনগিডি। এছাড়া নারী এককে সেরা ওডিয়াই খেলোয়াড় নির্বাচিত হন পেস বোলার শবনিম ইসমাইল। তবে সমর্থকদের চোখে সেরা খেলোয়াড় ডেভিড মিলার।
২০১৯-২০ মৌসুমে ব্যাট হাতে বেশ ভাল সময় কাটিয়েছেন কুইনটন ডি কক। টেস্টে ৫৩৬ রানের পাশাপাশি নিয়েছেন ২৫ টি ক্যাচ। এছাড়া দুইবার ব্যাটম্যানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন। এছাড়া ওডিয়াই ক্রিকেটে ৩৮.০৭ গড়ে ৫৩৩ রান করেছে। তিনি।
দক্ষিণ আফ্রিকার নারী দলকে বিশ্বকাপে সরাসরি খেলার সম্মান এনে দেন লরা। এই মোসুমে তিনি ওডিয়াইতে ৫৪ গড়ে ৩৮২ রান করেন। আইসিসি আসরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
নিউজক্রিকেট/এমএস