দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো খেলবে বাংলাদেশঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি সিরিজের পর আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের টেস্ট সিরিজ। প্রথম বারের মতো টেস্টে গোলাপি বলে খেলবে বাংলাদেশ। মূল ম্যাচের আগে নেই কোনো প্রস্তুতি ম্যাচ।প্রস্তুতি ম্যাচ না থাকায় বেশ সমালোচনা হচ্ছে ক্রীড়া অঙ্গনে।

ক’দিন আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ বাজে ভাবে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ ভালো করবে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এই নিয়ে তিনি বলেন, ‘আমরা কখনো গোলাপি বলে খেলিনি। ভারতও কিন্তু খেলেনি। আপনি যদি দেখেন, ওয়ানডে আমরা ভালোই খেলি। কিন্তু টি-টোয়েন্টি আর টেস্টে খুব দুর্বল। এই মুহূর্তে ভারতে এসে টেস্ট খেলায় সহজ কথা নয়। সম্প্রতি কিন্তু দক্ষিণ আফ্রিকাকে এক-দেড়শ রানে তিনদিনেই হারিয়ে দিয়েছে। কঠিন হবে আমাদের জন্য টেস্ট সিরিজটা।’

পাপন বলেন, ‘গোলাপি বলে খেলাটা আরও কঠিন হবে। কিন্তু ভারতও যেহেতু প্রথম খেলবে তাই দুই দলের জন্যই নতুন। আমার ধারণা, দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো খেলবে বাংলাদেশ।’

প্রস্তুতি ম্যাচ না থাকায় বিসিবির কিছু করার নেই, স্বাগতিক ভারতকে দায় দিচ্ছেন পাপন।

পাপন বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজ করার জন্য আগেও অনেক চেষ্টা করা হয়েছে। বেশ চেষ্টা করে একটা সিরিজ পেয়েছি, এটাই ছিল প্রথম। অনেকেই বলছে, তারা ধারণাও করেনি বাংলাদেশ এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলবে। একটা অনুশীলন ম্যাচ হলে অবশ্যই ভালো হত। কিন্তু হয় নাই। এটা তো স্বাগতিকদের ওপর নির্ভর করে। তবে আশা করছি ভারত পরবর্তীতে আমাদের সাথে আরও সিরিজ আয়োজন করবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »