নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের ৩০ তারিখে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে ভারত সফরে থাকছে না দেশ সেরা ওপেনার ও বেশ অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটসম্যান তামিম ইকবাল।
এ মাসেই ভারত সফর শেষে দেশে ফিরেছে দক্ষিণ আফ্রিকা দল। টি-২০ তে কোন মতে ১-১ এ ড্র করলেও বেশ বাজে ভাবেই হোয়াইটওয়াশ হয়েছে আফ্রিকা। যাদের কাছে দক্ষিণ আফ্রিকার মত দল নাকানিচুবানি খেয়ে আসলো তাদের সাথে বাংলাদেশ কেমন করবে এমন প্রশ্ন অনেকের মাঝে। বাংলাদেশ কি ভারতের সাথে প্রতিযোগিতা করতে পারবে?
এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট সমর্থকদের মাঝে। তবে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক গুরু ডেড হোয়াটমোর। ভারত সফরে দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন তিনি ।
ডেড হোয়াটমোর বলেন, ‘ ভারতের সাথে বাংলাদেশের টি-২০ সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দক্ষিণ আফ্রিকার থেকে বাংলাদেশ বর্তমানে বেশ ভালো দল। তাদের ক্রিকেটাররা এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যা কি না এখন তাদের কাজে দিবে। বাংলাদেশ সবসময়ই যেকোন দলের জন্য বিপদজনক একটি দল। যেকোন সময় যেকোন কিছু ঘটাতে পারে। নিজেদের দিনে তারা কেমন সেটা বলার অপেক্ষা রাখে না।’
বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে কোহলি থাকছেন না তা নিয়ে তিনি খুব একটা বেশি শঙ্কিত নন। তিনি মনে করেন কোহলি ছাড়াও ভারত নিজেদের মাটিতে বেশ শক্তিশালী দল। কোহলির না থাকা দলে খুব বেশি প্রভাব ফেলবে না। ভারতের মাটিতে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে বলেও মানছেন তিনি।