নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রি-দেশীয় টি-২০তে মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচের আগে এক নজরে দেখে নেই এই দু’দলের কোন পাঁচজন ব্যাটসম্যান ছিলো সবচেয়ে সফল।
সেরা পাচেঁর সবার উপরে মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে ১১৬ দশমিক ৯৪ স্ট্রাইক রেটে রান করেছে ১৩৮। সর্বোচ্চ ৪৫ রান। যেখানে ৪ আছে ১২টা। আর ৬ মেরেছে ৪টা।
দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১২৫ রান। একটি অর্ধশতক করা নবীর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৪। স্ট্রাইকরেট ১৩৭ দশমিক ৩৬। তার ব্যাট থেকে বাউন্ডারি এসেছে ৬টি আর ওভারবাউন্ডারি ৯টি।
এর পরের অবস্থানটি সাকিব আল হাসানের। টাইগার কাপ্তানের ব্যাট থেকে ৬ ম্যাচে এসেছে ১২৩ রান। স্ট্রাইকরেট ১২১ দশমিক ৭৮। একটি অর্ধশতক করা মি:৭৫ এর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭০ রান। তার ব্যাট থেকে ১৩টি ৪ ও ২টি ৬ এসেছে।
চতুর্থ স্থানটা দলের বাহিরে থাকা আফগান ক্রিকেটার সামিউল্লাহ শেনওয়ারীর দখলে। ৪ ম্যাচে ১৩২ দশমিক ২২ স্ট্রাইকরেটে এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ১১৯ রান। ৬টি ৪ ও ৮টি ৬ মারা শেনওয়ারীর সর্বোচ্চ স্কোর ৪৯ রান।
তালিকার পাঁচ নম্বরে আছে টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম। ৬ ম্যাচে শেনওয়ারীর সমান ১১৯ রান তার দখলে। তবে স্ট্রাইকরেটে পিছিয়ে থাকায় অবস্থানটাও নিচে চলে গেছে। ১১৯ দশমিক ০ স্ট্রাইকরেট ছিলো তার। তার সর্বোচ্চ স্কোর ৪৬ রান।