ত্রিদেশীয় সিরিজ: দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

চলমান ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে হারিয়েছিল জিম্বাবুয়ে। তবে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩ উইকেটের হার জিম্বাবুয়ের মনোবলে কিছুটা ফাটল ধরিয়েছে। সিরিজে নিজেদের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে তুলনামূলক শক্তিশালী দল আফগানদের হারানোর জন্য সঠিক কৌশলই বাস্তবায়ন করতে চাইবে তারা।

জিম্বাবুয়ে দলের স্পটলাইটে যথারীতি থাকছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা রায়ান বার্লও করতে পারেন ম্যাচ ফিনিশের কাজটা।

অন্যদিকে বাংলাদেশের কন্ডিশন খুব বেশি পরিচিত নয় আফগানদের জন্য। কিন্তু চট্টগ্রাম টেস্টে আফগান দল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এগিয়ে ছিল বাংলাদেশ  থেকে। আফগানদের স্পিন বিষে নীল হতে পারে জিম্বাবুইয়ানরা।

আফগানিস্তান দলের স্পটলাইটে থাকছেন অধিনায়ক রশিদ খান। অভিজ্ঞতার ঝুলি থেকে সবটুকু ঢেলে দিতে পারেন মোহাম্মদ নবীও।

দুই দলের সর্বশেষ ৫ দেখায় জিম্বাবুয়ের জয় নেই একটি ম্যাচেও। তাই হারের বৃত্ত ভেঙে শেষ পর্যন্ত জয়ে ফিরতে পারে কিনা সেটা বলে দিবে সময়ই।

দুই দলের সম্ভাব্য সেরা একাদশ

আফগানিস্তান: হজরউল্লাহ জাজাই, আজগর আফগান, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, শরাফউদ্দিন আশরাফ, রহমতউল্লাহ গুরবাজ, করিম জানাত, মুজিব উড় রহমান, দৌলত জাদরান।

জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, রায়ান বার্ন, ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, কাইল জার্ভিস, নিভেল মাদজিভা, রেগিস চাকাভা, টিনোটেন্ডা মুতুম্বদজি, টনি মুনুয়াঙ্গা, টেন্ডাই চাতারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »