নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ (২৪ সেপ্টেম্বর) চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে সিরিজের উদ্বোধনী ম্যাচের মতো এ ম্যাচেও দেখা দিয়েছে বৃষ্টির বাগড়া।
ফলে ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আজ দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিই এর ইঙ্গিত করছেন। আবহাওয়া অফিস থেকে জানা যায়, ৭ টায় থেমে যেতে পারে এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির। আর এটি হলে, ম্যাচ নিয়ে সংশয় কেটে যাবে অর্থাৎ ফাইনাল ম্যাচটি সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত ২০ ওভারের মধ্যে কিছু ওভার কেটে যেতে পারে।
উল্লেখ্য, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছিলো। যার ফলে ২০ ওভারী ম্যাচ ১৮ ওভারে নির্ধারণ করা হয়েছিলো।