ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা, নতুন মুখ মিশু ও মেহেদী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ত্রিদেশীয় টি২০ সিরিজের জন্য ১৩ সদ্যসের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়।

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে না থাকলেও টি২০ সিরিজের দলে আছেন পেসার মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া অটো চয়েজ হিসেবে দলে আছেন মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ, লিটন দাস, সৌম্য সরকার। প্রথমবারের মত সুযোগ পেয়েছেন পেসার ইয়াসির আরাফাত মিশু ও স্পিনার শেখ মেহেদী হাসান। মেহেদী হাসান বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন। এছাড়া দলে আছেন আফিফ হোসাইন ধ্রুব। বাদ পড়েছেন মিরাজ ও রুবেল।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, আফগানিস্তান ছাড়া অন্য দল জিম্বাবুয়ে গতকাল রাতে ঢাকায় এসেছে।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধি), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, ,মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসাইন ধ্রুব, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসির আরাফাত মিশু ও তাইজুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »