তৃতীয় রাউন্ড থেকেই বাড়ানো হলো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৩ দফা দাবি নিয়ে আন্দোলন করে বাংলাদেশের ক্রিকেটাররা। ১৩ দফা দাবির মাঝে প্রায় বেশির ভাগ গুলোই ছিলো প্রথম শ্রেণীর ক্রিকেটার নিয়ে। যার মাঝে অন্যতম একটি ছিলো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো।

বিসিবি কার্যালয়ে আলোচনায় বসার পর বোর্ড সভাপতি দাবি দাওয়া মেনে নিলে ধর্মঘট প্রত্যাহার করে ক্রিকেটাররা। তবে বাস্তবায়নের আগে শুধু আশ্বাসে খুব একটা বেশি তৃপ্ত ছিলেন না তিনি। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটাররাও আশ্বাসে খুব একটা ভালো ছিলেন না। তারা সবাই অপেক্ষায় ছিলেন বাস্তবায়ন হবে কবে।

ক্রিকেটারদের দাবি দাওয়ার বাস্তবায়ন কত দুর কিংবা বিসিবি এখন কি করছে এমন অনেক প্রশ্নই অনেকের মনে। তবে এসব নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ বেশির ভাগ দাবি দাওয়া গুলো যেহেতু কাগজপত্রের ব্যাপার তাই আমরা এগুলা আগে সেরে নিচ্ছি। সেই সাথে কাঠামোগত উন্নয়নেও হাত দেয়া হচ্ছে। ‘

ক্রিকেটারদের দাবি ছিলো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি এক লক্ষ টাকা করা। তবে এক লক্ষ টাকা করে পাচ্ছে না বলে জানা গেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন দ্বিগুন করে বাড়ানো হয়েছে। প্রথম স্তরের ম্যাচে আগে যারা ৩৫ হাজার করে পেত তারা পাবে এখন ৭০ হাজার করে আর দ্বিতীয় স্তরের ম্যাচে যারা ২৫ হাজার পেত তারা এখন পাবে ৫০ হাজার করে। আর এটা জাতীয় লিগের তৃতীয় রাউন্ড থেকেই কার্যকর হচ্ছে বলে জানানো হয়।

মাচ ফির পাশাপাশি বাড়ানো হচ্ছে দৈনিক ভাতা ও যাতায়াতের জন্য খরচ। এছাড়াও বিসিবির পক্ষ থেকে বিমানের টিকেট ব্যবস্থা করে দেয়া হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »