তৃতীয় রাউন্ড থেকেই বর্ধিত বেতন পাচ্ছেন ক্রিকেটাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শনিবার থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ড। তবে মাঠের লড়াইয়ে নামার আগেই সুখবর পেলেন ক্রিকেটাররা। এই রাউন্ড থেকেই বর্ধিত বেতন পাচ্ছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এবং একইসাথে প্রথম ২ রাউন্ডের অর্থও বাড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার মোট ১১ দফা দাবি জানিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। জাতীয় লীগে ক্রিকেটারদের বেতন বর্ধিত করার দাবিও ছিল ১১ দফার মধ্যে। কিন্তু পরের দিন বোর্ড সভাপতির বক্তব্যের পরে আবারো সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজেদের দাবির কথা জানান ক্রিকেটাররা, তবে এবার দাবি বেড়ে দাঁড়ায় ১৩ দফায়। তবে গত বুধবার রাতেই বোর্ডের সাথে সমঝোতা হয় ক্রিকেটারদের। তার পরেই ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফেরার ঘোষণা দেন তারা।

তবে এবার মাঠে ফিরেই সুখবর পাচ্ছেন ক্রিকেটাররা। বেতন বর্ধিত করার যে দাবি ছিল সেটা এখন বাস্তবায়নের পথে। এ ছাড়া অবকাঠামোগত যে সব সুযোগ-সুবিধার কথা ক্রিকেটাররা বলেছেন সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া শুরু করছে বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »