নিউজ ডেস্ক »
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। পরে চোট কাটিয়ে মুম্বাই একাদশে ফিরে দলকে শিরোপার স্বাদ এনে দেন তিনি। তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে কোনটিতেই তাঁকে দলে রাখেনি ভারতীয় নির্বাচকরা।
এ নিয়ে আলোচনা-সমালোচনা নেহাত কম হয়নি তারপরই ১৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেন রোহিত। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। তবে বুধবার (৩০ ডিসেম্বর) সিডনি থেকে মেলবোর্নের উদ্দেশ্যে উড়াল দেবেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
দলের সঙ্গে তিনি যোগ দিলেও তৃতীয় টেস্টে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি ভারতের কোচ রবি শাস্ত্রী। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে রোহিত কতটা ফিট তার ওপরই সেরা একাদশে জায়গা পাওয়া নির্ভর করছে এই উদ্বোধণী ব্যাটসম্যানের।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন,”রোহিত আগামীকাল দলের সঙ্গে যোগ দেবে। আমরা তাঁর সঙ্গে আলোচনা করব এবং দেখব সে ফিজিক্যালি কোথায় অবস্থান করছে। কারণ সে গত কয়েক সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে ছিল। আমরা এখন দেখতে চাই সে সেরা একাদশে খেলার জন্য সে কোন অবস্থানে রয়েছে।”
প্রথম টেস্টে নাকানিচুবানি খাওয়ার পরে, দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে জয় লাভ করে সিরিজে সমতা এনেছে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে এ টেস্টে তার জায়গাই অধিনায়কের দায়িত্ব পালন করেন আজিঙ্কা রাহানে।